Lionel Messi and Luis Suarez on scoresheet but Inter Miami fall 4-3 to Saudi club Al Hilal get to know

রিয়াধ: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম লিওনেল মেসি দ্বৈরথ। ১ ফেব্রুয়ারি বিশ্ব ফুটবলের ২ তারকা ফের একে অপরের বিরুদ্ধে মাঠে নামতে চলেছেন। মুখোমুখি হতে চলেছে ইন্টার মিয়ামি (Inter Miami) ও আল নাসের। তার আগে সৌদির ক্লাব আল হিলালের (Al Hilal) বিরুদ্ধে হেরে গেল আমেরিকার ক্লাবটি। দলের হয়ে গোল পেলেন মেসি ও সুয়ারেজ। কিন্তু ম্য়াচ জেতাতে পারলেন না ও ২ প্রাক্তন বার্সা তারকা।

রিয়াদ সিজন কাপে খেলতে নেমেছিল ২ দল। সেখানেই ৭ গোলে খেলা হল। প্রথমার্ধেই ৩-১ গোলে এগিয়ে ছিল সৌদির ক্লাবটি। এরপর দ্বিতীয়ার্ধে ২টো গোল করে মেসির ক্লাব। ১টি গোল করে আল হিলাল। ৮৮ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকমের গোলে জয় নিশ্চিত হয় আল হিলালের। খেলার ১০ মিনিটের মাথায় আল হিলালের হয়ে প্রথম গোলটি করেন আলেক্সান্দার মিত্রোভিচ। ৩ মিনিটের মাথায় মায়ামির ডিফেন্ডার অ্যালেনের ভুলের সুযোগ নিয়ে গোল করেন আল হামদান। প্রীতি ম্য়াচটি জমে যায় রীতিমত। এরপর খেলার ৩৪ মিনিটের মাথায় ইন্টার মিয়ামির হয়ে প্রথম গোলটি করেন সুয়ারেজ। উরুগুয়ের স্ট্রাইকারের কোন থেকে শট জাল ভেদ করে দেয় হিলালের। এর আগেও দুটো সুযোগ পেলেও সেই দুটো গোল মিস করেন এই তারকা স্ট্রাইকার। কারণ ৪৪ মিনিটে আল হিলালের মিশেল দেলগাদো গোল করে হিলালকে আরও জমিয়ে দেন।

খেলার ৫৪ মিনিটের মাথায় ডেভিড রুইজ আল হিলালের বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় মায়ামি। স্পটকিক থেকে গোল করেন মেসি। এর পরের মুহূর্তেই রুইজ গোল করে মিয়ামিকে ম্য়াচে সমতায় ফেরান। কিন্তু মেসির দলের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ম্য়ালকম। ইয়াসির আল শাহরানির ক্রস থেকে হেডে গোল করেন তিনি।

 

আরও দেখুন