Parliament’s Budget Session 2024: সরকারের ‘আর্জি’, উঠে গেল ১৪ সাংসদের সাসপেনশন, বুধ থেকে শুরু শেষ বাজেট অধিবেশন

বাজেট অধিবেশন শুরুর আগেরদিন ১৪ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হল। যে ১৪ জন সাংসদকে শীতকালীন অধিবেশনের সময় সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে ১১ জন রাজ্যসভার সদস্য। আর লোকসভার তিন সদস্যের উপর সাসপেনশনের খাঁড়া নেমে এসেছিল। যদিও বাজেট অধিবেশনের ঠিক আগেই তাঁদের সকলের উপর থেকে শাস্তির খাঁড়া উঠে গেল। বিষয়টি নিয়ে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, ওই ১৪ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহার করে নেওয়ার যে আর্জি জানিয়েছিল কেন্দ্রীয় সরকার, তা মেনে নিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়।

এমনিতে শীতকালীন অধিবেশনে সরকারের বিরুদ্ধে তুমুল বিক্ষোভে সরব হয়েছিলেন বিরোধী সাংসদরা। সংসদের অধিবেশনে ব্যাঘ্যাত ঘটানোর দায়ে মোট ১৪৬ জন সংসদকে সাসপেন্ড করা হয়েছিল। তাঁদের মধ্যে ১০০ জন লোকসভার সদস্য। বাকিরা রাজ্যসভার সদস্য। কিন্তু তাঁদের মধ্যে ১৪ জন সাংসদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, তা আরও বেশি গুরুতর বলে বিবেচিত হয়েছিল। তাঁদের সাসপেনশনের বিষয়টি পাঠানো হয়েছিল প্রিভিলেজ কমিটির কাছে। বাকিদের শুধুমাত্র শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছিল।

সংসদের বাজেট অধিবেশন

বুধবার থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। যা দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকারের শেষ সংসদ অধিবেশন হতে চলেছে। সেই সংসদ অধিবেশন যাতে মসৃণভাবে চলে, সেজন্য বিরোধীদের থেকে সহযোগিতা চেয়েছে সরকার। সংসদের সূচি অনুযায়ী, বুধবার সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্যে দিয়ে বাজেট সেশন শুরু হবে। আর তাঁর ভাষণের পরে যাবতীয় নজর থাকবে বাজেট সেশনের দিকে। 

আরও পড়ুন: New pension schemes of govt employees: সুযোগ বাড়বে নয়া পেনশন স্কিমে, মিলবে করছাড়, বাজেটেই ঘোষণা করতে পারে কেন্দ্র

আগামী ১ ফেব্রুয়ারি সংসদে সাধারণ বাজেট (অন্তর্বর্তীকালীন বাজেট বা ভোট-অন-অ্যাকাউন্ট) পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যা আগামী এপ্রিল-মে’তে হতে চলা লোকসভা ভোটে কেন্দ্রের শাসক দল বিজেপির পরিকল্পনার কিছুটা আঁচ পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন যে শুধুমাত্র ভোটের দিকে তাকিয়ে আকাশ-কুসুম কোনও ঘোষণা করা হবে না। শুধুমাত্র তিন মাসের দিকে তাকিয়ে বাজেট পেশ করবেন।

আরও পড়ুন: Woman farmers likely to get 12000: মহিলা চাষিদের ১২,০০০ টাকা দিতে পারে কেন্দ্র, বাকিরা পাবেন ৬০০০, কবে ঘোষণা হবে?