Rahul Gandhi: মালদায় সরকারি গেস্ট হাউজে মধ্যাহ্নভোজের অনুমতি মিলল না রাহুলের

রাহুল গান্ধীকে সরকারি গেস্ট হাউসে মধ্যাহ্নভোজের অনুমতি দিল না মালদা জেলা প্রশাসন। কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা বর্তমানে বাংলা ছেড়ে বিহারের অভিমুখে রওনা হয়েছে। ফের ৩১ জানুয়ারি এই ন্যায় যাত্রা বিহার থেকে মালদা হয়ে বাংলায় প্রবেশ করবে।

রতুয়া থানারা ভালুকার সেচ দফতরের গেস্ট হাউসে রাহুলের মধ্যাহ্ন ভোজের অনুমতি চেয়েছিল জেলা কংগ্রেস। লিখিত ভাবে অনুমতি চাওয়া হয় কংগ্রসের পক্ষ থেকে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তা বাতিল করে দেওয়া হয়েছে।

তবে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় মেলা চলার কারণে আগে থেকে গেস্ট হাউস বুক রয়েছে বিভিন্ন নেতা মন্ত্রীদের জন্য। সে কারণে রাহুল গান্ধীকে বুকিং দেওয়া যায়নি। তাই রতুয়ার দেবীপুরে একটি ক্লাবেই তাঁর বিশ্রামের ব্যবস্থা করেছে কংগ্রেস।

মুর্শিদাবাদের বহরমপুরে স্টেডিয়ামে কংগ্রেস নেতার রাত্রবাসের অনুমতি চাওয়া হয়েছিল। তাও বাতিল করে দিয়েছে প্রশাসন। এর আগে শিলিগুড়ি প্রশাসনের কাছে ধাক্কা খায় রাহুল গান্ধীর ন্যায় যাত্রা। সেখানে সভা করতে অনুমতি দিতে রাজি হয়নি প্রশাসন।

এদিন ন্যায় পরবর্তী পথ প্রসঙ্গে কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ জানান, ‘আমরা কিষাণগঞ্জ যাচ্ছি এবং কিষাণগঞ্জের আশাফাকুল্লাহ খান স্টেডিয়ামে পতাকা হস্তান্তর করা হবে। আমরা আজ রাতে আরারিয়ায় থাকব। কিষাণগঞ্জ থেকে আমরা পূর্ণিয়া এবং তারপর আরারিয়ায় যাব। পরের দিন অর্থাৎ ৩১ জানুয়ারি আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করব। আমরা ৫ বা ৬ ফেব্রুয়ারি ঝাড়খণ্ডে একটি জনসমাবেশ করব, যেখানে কংগ্রেস সভাপতি (মল্লিকার্জুন খাড়গে)-ও আমাদের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।’

উত্তর দিনাজপুরে রাহুলে ন্যায় যাত্রাকে কেন্দ্র করে উন্মদনা দেখা যায় কংগ্রেস কর্মীদের মধ্যে। তাঁর সঙ্গে অনেককে দৌঁড়তেও দেখা যায়। কিষানগঞ্জে ঢোকার মুখে ইসলামপুরের পঞ্জিপাড়ায় একটি চায়ের দোকানে দাঁড়িয়ে চা খান রাহুল গান্ধী। তাঁকে দেখতে ভিড় জমে যায় সেখানে। 

ভারত জোড়ো ন্যায় যাত্রার আরও প্রতিবেদন

নীচের তলায় তৃণমূল-কংগ্রেস কর্মীদের মধ্যে লড়াই, বিরক্তি নিয়ে রাজ্য় ছাড়লেন রমেশ

রাজ্যে তৃণমূল ও কংগ্রেস কর্মীদের সঙ্গে সংঘর্ষে বিরক্ত কংগ্রেস নেতা জয়রাম রমেশ। রাহুলের ন্যায়যাত্রা সোমবার পশ্চিমবঙ্গে থেকে বিহারে প্রবেশ করেছে। কিন্তু রাজ্যে ইন্ডিয়া জোট সঙ্গী হিসাবে তৃণমূল ভূমিকা মোটেই বাঞ্চনীয় ছিল না বলে মনে করছেন রমেশ।

নেই মমতা, বাংলায় রাহুলের ন্যায় যাত্রার সঙ্গী এবার ক্যাপ্টেন মীনাক্ষী

মতার অনুপস্থিতিতে রাহুলের যাত্রায় যোগ দিয়েছে সিপিএম। আর রাহুলের যাত্রায় বিশেষ ভাবে আমন্ত্রণ জানানো হয়েছে বাম যুব সংগঠনের ‘মুখ’ মীনাক্ষী মুখোপাধ্যায়। বিগত কয়েক বছরে মীনাক্ষীকে ‘ক্যাপ্টেন’ সম্বোধন করে সামনের সারিতে নিয়ে এসেছেন বামেদের প্রবীণ নেতারা। নন্দীগ্রামে মমতা, শুভেন্দুর বিরুদ্ধে ২১ সালে প্রার্থী হয়েছিলেন তিনি। এহেন মীনাক্ষীকে রাহুলের যাত্রায় বিশেষ আমন্ত্রণ জানানোর আলাদা তাৎপর্য আছে বলেই মনে করা হচ্ছে।