Viral Video Of Rinku Singh’s Father Delivering LPG Cylinders Breaks The Internet get to know

আলিগর: ২০২৩ সালের আইপিএলে কেকেআর বনাম গুজরাত টাইটান্স (Kolkata Knight Riders vs Gujrat Titans) ম্য়াচটি বদলে দিয়েছিল তাঁর জীবন। সেই ম্য়াচে পাঁচ বলে পাঁচটি ছক্কা হাঁকিয়েছিলেন। নাইটদের জেতানোর পাশাপাশি নিজেরও একটা বিশ্বমঞ্চে পরিচিতি তৈরি করেছিলেন। রিঙ্কু সিংহ (Rinku Singh)। গত বছর আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলে প্রথম ডাক পান। এরপর থেকে প্রতিটা সিরিজেই ধারাবাহিক পারফরম্য়ান্স। প্রোটিয়া সফরে ওয়ান ডে ফর্ম্য়াটেও জাতীয় দলে সুযোগ পেয়ে তা কাজে লাগিয়েছেন। এবার টেস্টেও রিঙ্কুকে দলে নেওয়ার জন্য় সোচ্চার হচ্ছেন অনেকেই। তার মধ্য়েই রিঙ্কুর বাবার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হল। যা দেখে মুগ্ধ সোশ্য়াল মিডিয়া। ছেলের সাফল্যে, খ্যাতি, যশ, অর্থ অর্জন সবকিছুর পরেও মাটি থেকে পা সরেনি রিঙ্কুর বাবা খানচন্দ সিংহের। গ্যাস সিলিন্ডার ডেলিভারির কাজ এখনও সমানভাবে করেন যাচ্ছেন রিঙ্কুর বাবা। 

 

উল্লেখ্য, দেশের জার্সিতে এখনও পর্যন্ত ১৫টি ম্য়াচ খেলেছেন টি-টোয়েন্টিতে। ১১ ইনিংসে ব্যাট করতে নেমে ৩৫৬ রান করেছেন। গড় ৮৯.০০। ১৭৬ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন বাঁহাতি এই তরুণ। দুটো অর্ধশতরান রয়েছে ঝুলিতে। সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে গাড়ি থেকে সিলিন্ডার নামিয়ে ডেলিভারির কাজ করছেন রিঙ্কুর বাবা খানচন্দ। সোশ্যাল মিডিয়ায় একজন সেটি পোস্টও করেছেন।

ক্রিকেটে এত সাফল্য পাচ্ছেন, এখনও বাবা এই কাজ করে যাচ্ছেন? এই প্রশ্নের উত্তরে রিঙ্কু কিছুদিন আগেই জানিয়েছিলেন, ”আমি বাবাকে বলেছিলাম যে বিশ্রাম নিতে। আমি বলেছিলাম যে এখন আমাদের পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। সিলিন্ডার এভাবে বয়ে ডেলিভারি করার কোনও প্রয়োজন নেই। কিন্তু বাবা কাজটা ভালবাসে, তাই ছাড়তে চান না।” নাইট তারকা আরও বলেন, ”যিনি সারাজীবন কষ্ট করে, পরিশ্রম করে অর্থ উপার্জন করে এসেছেন, তাঁকে এভাবে কাজ ছেড়ে দিতে বলাটা কঠিন, যতক্ষণ না সে নিজে থেকে তা ছেড়ে দেয়।”

উল্লেখ্য, রিঙ্কুকে আগামী আইপিএলের আগে নিলামে রিটেন করেছিল কেকেআর। ২০১৮ সালে প্রথমবার তাঁকে দলে নেয় নাইটরা। সেই থেকে কেকেআর শিবিরেই রয়েছেন উত্তরপ্রদেশের এই বাঁহাতি ব্যাটার। 

আরও দেখুন