Coochbehar Bank Firing: ব্যাঙ্কের গেটের কাছ থেকে ছুটে এল গুলি, শুয়ে পড়লেন গ্রাহক, হলটা কী কোচবিহারে?

কোচবিহারে কেলেঙ্কারি। কোচবিহারে একটা ব্যাঙ্কে অন্যান্য়দিনের মতোই কাজ হচ্ছিল। আসলে শেষবেলায়ে ব্যাঙ্কের কাজকর্ম দ্রুত শেষ করে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এমন সময়ই গুলি চলার আওয়াজ। একজন গ্রাহক পড়েও যান মেঝেতে। কিন্তু কী হল আচমকা? এনিয়ে সাধারণ গ্রাহকদের মধ্য়ে জোর শোরগোল পড়ে যায়। পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি মোকাবিলা করে। কিন্তু প্রশ্ন উঠছে গুলি চলল কীভাবে?

সূত্রের খবর, ব্যাঙ্কে ঢোকার মুখেই বেসরকারি নিরাপত্তা সংস্থার এক কর্মী ছিলেন। তার হাতে আগ্নেয়াস্ত্র ছিল। পাহারার দায়িত্বে ছিলেন তিনি। সম্ভবত অসাবধানতায় তার বন্দুক থেকে গুলি বেরিয়ে যায়। এদিকে আচমকা গুলি বেরিয়ে যাওয়ায় ভ্য়াবাচাকা খেয়ে যান গ্রাহকরা। কিছু বুঝে ওঠার আগেই মেঝেতে পড়ে যান এক গ্রাহক। দ্রুত তাকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। তবে সূত্রের খবর, ওই ব্যক্তির আঘাত সেভাবে গুরুতর নয়। তার হাত স্পর্শ করে বেরিয়ে যায় গুলিটি। তার হাত থেকে কিছুটা রক্ত বের হয়। তবে আপাতত তাঁর বড় কোনও বিপদ নেই। 

এদিকে গুলি চলার আওয়াজ পেয়েছিলেন  অনেকেই। কিন্তু প্রশ্ন উঠছে বন্দুক থেকে কীভাবে গুলি চলল?

পুলিশ সবটাই তদন্ত করে দেখছে। তবে গোটা ঘটনায় গ্রাহকদের মধ্য়ে ব্যাপক আতঙ্ক ও শোরগোল পড়ে গিয়েছে। তবে ঘটনার পরেই ওই গ্রাহককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনেকের মতে, এদিন বড় ঘটনা ঘটে যেতে পারত। গুলিতে আরও কয়েকজন আহত হতে পারতেন। তাতে ব্যাঙ্কের মধ্য়ে বড় বিপর্যয় নেমে আসতে পারত। কেন ওই নিরাপত্তারক্ষী তার বন্দুক সতর্কভাবে রাখেননি তা নিয়ে প্রশ্ন উঠছে।