Geoffrey Boycott Claims Rohit Sharma Past His Prime England Have Chance To Win The Series

নয়াদিল্লি: ভারতের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সকলকে কিছুটা চমকে দিয়েই ২৮ রানে প্রথম টেস্ট ম্যাচ জিতে নিয়েছে ইংল্যান্ড। এই হারের পর বিভিন্ন মহল থেকে ভারতের দিকে খানিক সমালোচনা ভেসে আসছে। এবার ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) সরাসরি আক্রমণ শানালেন প্রাক্তন ইংল্যান্ড ওপেনার জেফ্রি বয়কট (Geoffrey Boycott)। ব্যাটার রোহিতকে তীব্র কটাক্ষ করে বয়কটের দাবি ‘হিটম্যান’ ব্যাটার হিসাবে নিজের সেরা সময় পেরিয়ে গিয়েছেন।

প্রথম টেস্টে বিরাট কোহলি খেলেননি, বাকি সিরিজ়েও তাঁর খেলা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। হায়দরাবাদে রবীন্দ্র জাডেজা চোট পাওয়ার পর তাঁর খেলা নিয়েও রয়েছে সংশয়। বয়কটের মতে এই তারকার অনুপস্থিতিতে ইংল্যান্ড কিন্তু ভারতের মাটিতে স্মরণীয় এক সিরিজ় জিততে পারে। বয়কটের দাবি, ‘ওদের অধিনায়ক রোহিত শর্মার বয়স তো প্রায় ৩৭ ছুঁই ছুঁই। ও নিজের সেরা সময়টা পেরিয়ে গিয়েছে। ও ছোট ছোট ইনিংস খেলে বটে, তবে ঘরের মাঠে বিগত চার বছরে মাত্র দুইটি শতরান রয়েছে ওর ঝুলিতে। ভারতের এই দল দুর্বল, ওদের ফিল্ডিংটাও ভাল নয়। ইংল্যান্ডের সামনে ১২ বছরে প্রথম দল হিসাবে এই ভারতকে তাদের ঘরের মাটিতে টেস্ট সিরিজ় হারানোর বড় সুযোগ রয়েছে। বিরাট কোহলির না থাকাটা ভারতের জন্য বড় ক্ষতি। পাশাপাশি রবীন্দ্র জাডেজাও পেশিতে চোট পাওয়ায় দ্বিতীয় টেস্ট খেলবে না।’

রোহিত প্রথম টেস্টের দুই ইনিংসেই শুরুটা ঠিকঠাক করে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। প্রথম ইনিংসে তিনি ২৪ রান করেন। দ্বিতীয় ইনিংসে দারুণ ছন্দে ব্যাট করা রোহিত ৩৯ রান করে সাজঘরে ফেরেন। তবে বিশাখাপত্তনমে নিজের অতীত পারফরম্যান্স দেখে কিন্তু রোহিতের আত্মবিশ্বাস বাড়তেই পারে। শেষবার বিশাখাপত্তনমে ভারত যখন লাল বলে ম্যাচ খেলতে নেমেছিল, তখন সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ইনিংসেই শতরান করেছিলেন রোহিত। প্রথম ইনিংসে ১৭৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে তাঁর ব্য়াট থেকে আসে ১২৭ রানের ইনিংস। সেখানেই আবার দ্বিতীয় টেস্টের (IND vs ENG 2nd Test) আসর বসছে। বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ফের একবার কি রোহিতের ব্যাট জ্বলে উঠবে? কোহলি, জাডেজা, রাহুলহীন ভারত সিরিজ়ে সমতায় ফিরতে পারে কি না, সেটাই দেখার বিষয়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: ভারত হারলেও টেস্টে বিশ্বের এক নম্বর অশ্বিন, ৪২ ধাপ এগিয়ে এলেন শামার