Viral News: ‘কেন আমি তোমাকে ডেট করব’, টিন্ডার ম্যাচকে অদ্ভুত প্রশ্ন মেয়ের! ছেলের উত্তর চমকে দেবে

প্রেমের শুরু নাকি ইন্টারভিউ! ডেট করার আগে মেয়ের এমন প্রশ্ন দেখে রীতিমত চোখ কপালে উঠে যাবে! সঙ্গে আবার মেয়েটির প্রেমে আগ্রহী ছেলের এমন অনলাইন প্রেজেন্টেশন আপনাকেও মনে করিয়ে দেবে ডিজিট্যাল ভারতের কথা।

ডিজিট্যাল ভারত! আজকের প্রেমও ডিজিট্যাল। এই ডিজিটাল যুগে ভোল বদলেছে ডেটিং কালচার। মানুষ এখন ডেটিং অ্যাপে প্রেম খুঁজে অভ্যস্ত। অ্যাপের ডান বা বামে সোয়াইপ করলেই খুঁজে পাওয়া যায় নিজের পছন্দের মানুষটিকে। Tinder, Grindr, Bumble এবং Hinge-এর মতো অ্যাপগুলি লাভ বার্ডসদের মিলিয়ে দিতে এক্সপার্ট। ডেট করার পদ্ধতিকে আমূল পরিবর্তন করেছে এগুলোই। তবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের সঙ্গে দেখা করা যতটা সহজ, নিজের জন্য সঠিক ব্যক্তিটি খুঁজে পাওয়া ততটাই কঠিন কাজ। কারণ, ইদানিং ব্যবহারকারীরা নিজেদের আসল চেহারার উপর আরও একটু কারুকার্য করে নিজেদের সোশ্যাল প্রোফাইলগুলিকে আকর্ষণীয় করতে ব্যস্ত।

আর সেই কারণেই একজন ব্যবহারকারী অনলাইনে ডেট খুঁজতে গিয়েও সন্দেহ প্রকাশ করে বসেছিলেন। এরপর যা হল, সত্যিই মজাদার। সম্প্রতি, ওই মহিলা ব্যবহারকারী সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এক্স-এ ডেটিং সম্পর্কিত একটি খুব মজার গল্প শেয়ার করেছেন। তিনি বলেন, কীভাবে তিনি যখন তার টিন্ডার ম্যাচকে জিজ্ঞেস করেছিলেন কেন তিনি তাকে ডেট করবেন, ছেলেটি একটি পিপিটি তৈরি করে পাঠিয়েছিল। এই এক্স ব্যবহারকারীর নাম তামান্না।

পিপিটির একটি স্ক্রিনশট শেয়ার করে মেয়েটি লিখেছেন, ‘আমি আমার টিন্ডার ম্যাচকে জিজ্ঞাসা করেছি কেন আমি তাঁকে ডেট করব। এতে তিনি শুধু পিপিটি লিংক পাঠান। এই পর্বে, ছেলেটি নিজের শখের কথা জানিয়ে বলেছিল, সে বিভিন্ন ধরণের খাবার পছন্দ করে এবং কুকুর তার বড্ড প্রিয়। ছেলেটি নিজের বিষয়ে আরও বলেছে যে কতজন তাঁকে ভাল ম্যাচ বলে উল্লেখ করেছেন। এছাড়াও, তিনি গোলগাপ্পা খেতে পছন্দ করেন, তিনি জিমে যান এবং সাঁতারও জানেন। অন্য স্লাইডে তিনি লিখেছেন, ‘আসলে আমি সবকিছুর জন্য প্রস্তুত। গভীর রাতে চা খাওয়ার পাশাপাশি আমি পাহাড়ে গিয়ে ম্যাগি খেতেও পছন্দ করি।’

তামান্নার এই পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পোস্টটি গত ২৭ জানুয়ারী শেয়ার করা হয়েছে। শেয়ার করার পর থেকে এটি তিন লাখেরও বেশি ভিউ পেয়েছে। পোস্টটিতে প্রায় ৩,০০০ লাইক রয়েছে। এ নিয়ে নেটিজেনরা হাজারও মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী তো লিখেছেন, ‘ অনলাইনে ডেট খোঁজার ক্ষেত্রে এটি আমার কাছে সবচেয়ে সঠিক উপায় বলে মনে হচ্ছে। আমিও এরকমই কিছু করব।’