Virat Kohli’s Brother Vikas Clears Air Regarding Their Mother’s Health

নয়াদিল্লি: ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) প্রথম দুই টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ঠিক কী কারণে তিনি সরে দাঁড়িয়েছিলেন, সেই নিয়ে জল্পনা ছিলই। সম্প্রতি একাধিক রিপোর্টে দাবি করা হয় যে কোহলির মা অসুস্থ, সেই কারণেই তিনি সরে দাঁড়িয়েছেন। তবে সেইসব রিপোর্টকে নাকচ করে দিলেন বিরাটের দাদা বিকাশ কোহলি (Vikas Kohli)। 

বিকাশ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাঁদের মায়ের শারীরিক অবস্থা একদম ঠিকঠাক রয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় এহেন ভুলভাল খবর না রটানোরও অনুরোধ করেছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমাদের মাকে নিয়ে ভুলভাল সব খবর রটানোর বিষয়টি সম্প্রতি আমার নজরে পড়েছে। সকলকে স্পষ্টভাবে জানাতে চাই যে আমাদের মা সম্পূর্ণ সুস্থ রয়েছেন। আমি মিডিয়াসহ সকলকে অনুরোধ করব যে এইসব ভুলভাল খবর যেন রটানো না হয়।’

 


বিরাট কোহলি প্রথম দুই টেস্টে তো খেলেনইনি, এমনকী ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের বাকি টেস্টেও তাঁর খেলা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। বিরাট কোহলির ঠিক কী কারণে প্রথম দুই টেস্টে খেলেননি, তা বিসিসিআইয়ের তরফে জানানো হয়নি। কোহলিকে এই সময় জল্পনা-কল্পনা থেকে দূরে রাখার জন্যও অনুরোধ করে ভারতীয় বোর্ড। এই সময়কালে সোশ্যাল মিডিয়া বা কোথাওই কোহলির দেখা মেলেনি। এক বিসিসিআই সূত্র দাবি করেন কোহলি এখনও বোর্ডের সঙ্গে যোগাযোগ করে তিনি মাঠে ফিরতে প্রস্তুত কি না সেই বিষয়ে কিছুই জানাননি। তাই বাকি তিন টেস্টেও তাঁর অংশগ্রহণ ঘিরে প্রবল অনিশ্চয়তা। 

এরই মাঝে বিরাটের দিকে গুরুতর অভিযোগ আনলেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ব্যাটার ডিন এলগার। তাঁর দাবি কোহলি তাঁর দিকে থুতু ছিটিয়েছিলেন। প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক বলেন, ”ভারতের পিচগুলো সত্যি খুব হাস্যকর। ওখানকার পরিস্থিতিতে খেলা সম্পর্কে আমি কিছু বলতে চাই না। তবে ঘটনাটা ঘটেছে যখন আমি ব্যাটিং করতে আসি। টিম ইন্ডিয়ার দুই স্পিনার রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন আমার দিকে তাকিয়ে রয়েছিল। বিরাট কোহলিও আমাকে দেখছিল। তবে কোহলি যেন আমার দিকে থুথু ফেলল। এটা দেখে আমি রীতিমতো রেগে যাই এবং ওকে দুটো কথাও শুনিয়ে দি।”

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: ভিসা জট কাটিয়ে ভারতে এলেন বশির, দ্বিতীয় টেস্টে চার স্পিনার খেলানোর পূর্বাভাস ইংল্যান্ড কোচের