‘‌পাগলের মত হ্যাংলামি করে বেড়াচ্ছে সিপিএম’‌, রাহুলের সঙ্গে ছবি তুলতেই আক্রমণ কুণালের

সিপিএম এখন বিজেপির দালাল। বুধবার এই অভিযোগ তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখন সিপিএমের সঙ্গী হয়েছে কংগ্রেস। তাই তাদের সঙ্গে কোনও আসন রফা সম্ভব নয় বলেও মত তৃণমূলনেত্রীর। লোকসভা নির্বাচনে বাংলায় কংগ্রেসকে বাদ দিয়েই একা লড়েই বিজেপিকে পরাস্ত করবে তৃণমূল কংগ্রেস। তাই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন, রাজ্যে সিপিএমের সঙ্গে কোনও সমঝোতা করবেন না। আর কংগ্রেসের সঙ্গে দূরত্বের জন্য সরাসরি সিপিএমকে দায়ী করলেন দলনেত্রী। আজ, বৃহস্পতিবার মুর্শিদাবাদে ভারত জোড়ো ন্যায় যাত্রায় উপস্থিত ছিলেন মহম্মদ সেলিম থেকে সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষরা। যা নিয়ে এবার তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

এদিকে এই মাখো মাখো বিষয়টি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে সিপিএমকে একহাত নিয়েছেন কুণাল। অধীর চৌধুরীর গড় মুর্শিদাবাদে প্রবেশ করে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। সকালে মালদা থেকে মুর্শিদাবাদে প্রবেশ করে কংগ্রেস সাংসদের যাত্রা। যেখানে সিপিএম রাজ‌্য সম্পাদক মহম্মদ সেলিম, শতরূপ ঘোষ, সুজন চক্রবর্তীরা রাহুলের পাশে বসে ছবি তুলেছেন। সিপিএম–কংগ্রেসের এই অবস্থানকে আদিখ্যেতা বলে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। লোকসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়ার ভয়ে কংগ্রেসের সঙ্গে হাত মেলাচ্ছে সিপিএম বলে দাবি তাঁর। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘সিপিএম এখন বিজেপির এক নম্বর দালাল। কংগ্রেসের সঙ্গে আমদের বোঝাপড়া ভাল ছিল। যদি কেউ সেই সম্পর্ক খারাপ করে থাকে তা হল সিপিএম পার্টি।’

অন্যদিকে বিজেপিকে পরাজিত করতে তৈরি হয়েছে বিরোধী মহাজোট ‘ইন্ডিয়া’। যদিও আসন সমঝোতা নিয়ে জটের জেরে কয়েকদিন আগেই একক লড়াইয়ের কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, এই রাজ্যে বিজেপিকে হারাতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেসই। আর আজ কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‌রাহুল গান্ধীর সঙ্গে আজ যে সিপিএম আদিখ্যেতা করে ছবি তুলছে, তারাই রাহুলের ঠাকুরমাকে বলেছিল ডাইনি। রাহুলের বাবার কার্টুন এঁকে দেওয়াল লিখেছিল, গলি গলি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। তাঁকে ক্ষমতাচ্যুত করতে বিজেপির সঙ্গে হাতও মিলিয়েছিল। এখন একা লড়লে ৪২টি আসনে জামানত জব্দ। তাই পাগলের মত হ্যাংলামি করে বেড়াচ্ছে সিপিএম।’‌

আরও পড়ুন:‌ ‘‌মানুষের ভোটে মহুয়া আবার জিতবে’‌, কৃষ্ণনগরের টিকিট কনফার্ম করলেন মুখ্যমন্ত্রী

এছাড়া মালদা দক্ষিণ এবং বহরমপুর—এই দু’টি লোকসভা কেন্দ্র রাহুল গান্ধীর দলের দখলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, এমন পরিস্থিতিতে এই রাজ্যে ৪২টি আসন ছেড়ে দিলেও কংগ্রেস সবক’টিতেই হারবে। জিতবে বিজেপি। তাই তিনি বলেছেন, ‘‌বরকত দার পরিবার লড়তেই পারে। কিন্তু বিজেপিকে যদি কেউ পলিটিক্যাল ফাইট করে টাইট দিতে পারে, সেটা একমাত্র তৃণমূল কংগ্রেস।’‌ তবে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হচ্ছে না স্পষ্ট হতেই রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় সিপিএম। তবে সিপিএমের সঙ্গে কংগ্রেসের এই ‘মাখো মাখো’ অবস্থান যে ইন্ডিয়া জোটে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে ফাটল গভীর করল সেটাই মনে করা হচ্ছে।