মুখ্যমন্ত্রীর নদিয়া সফরের মধ্যেই জেলায় ২ পুলিশকর্মীকে গাছে বেঁধে পেটাল পাবলিক

মুখ্যমন্ত্রীর নদিয়া সফরের মধ্যেই জেলার ভীমপুর থানা এলাকায় ২ পুলিশকর্মীকে গাছে বেঁধে পেটাল গ্রামবাসীরা। বৃহস্পতিবার ভীমপুর থানা এলাকার পূর্ব ভাতজংলা এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, ভীমপুর থানার ওই ASI এক কন্সটেবলকে সঙ্গে নিয়ে গায়ের জোরে জমি দখল করতে আসেন। তাতেই উত্তেজিত হয়ে ওঠেন স্থানীয়রা।

বৃহস্পতিবারই জেলা সফরে নদিয়ার শান্তিপুরে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেদিনই বাংলাদেশ সীমান্ত লাগোয়া ভীমপুর থানা এলাকার পূর্ব ভাতজংলা এলাকায় ২ পুলিশকর্মীকে নারকেল গাছে বেঁধে মারধর করলেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, নির্মলবাবু নামে ভীমপুর থানার এক ASI এলাকার একটি জমি গায়ের জোরে দখল করতে আসেন। সঙ্গে ছিলেন এক কন্সটেবল। জমির দখল নিয়ে গ্রামবাসীদের সঙ্গে ওই আধিকারিকের বিবাদ চলাকালীনই তাঁকে লম্বু গাছে বেঁধে ফেলেন গ্রামবাসীরা। বাঁধেন সঙ্গে থাকা কন্সটেবলকেও। এর পর ২ জনকেই ব্যাপক মারধর করেন স্থানীয়রা। অভিযুক্ত পুলিশকর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। তাঁরা ২ পুলিশকর্মীকে বাঁধন খুলে উদ্ধার করে নিয়ে আসেন।

গ্রামবাসীদের অভিযোগ, সীমান্তবর্তী এই এলাকায় পুলিশের অত্যাচারে গ্রামবাসীরা অতিষ্ঠ। যখন যাকে খুশি তুলে নিয়ে যায় পুলিশ। পুলিশের স্বেচ্ছাচারিতায় এলাকার অনেক নিরপরাধ যুবক ভুয়ো মামলায় জড়িয়ে পড়েছে। সেই ক্ষোভই আছড়ে পড়েছে পুলিশকর্মীদের ওপর। যদিও গ্রামবাসীদের দাবি, পুলিশকর্মীদের মারধর করা হয়নি। শুধুমাত্র বেঁধে রেখে বিক্ষোভ দেখানো হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মুখ্যমন্ত্রীর সফরের মধ্যে ২ পুলিশকর্মীর নিগৃহীত হওয়ার ঘটনায় মুখে কুলুপ জেলা পুলিশের।