Budget Allocation for MP-Minister’s Salary: বাজেটে MP-মন্ত্রীদের বেতন বাবদ কত বরাদ্দ? জানলে ঘুরে যেতে পারে মাথা!

আজ প্রতিরক্ষা থেকে শিক্ষা, পরিকাঠামো, কৃষির মতো একাধিক গুরুত্বপূর্ণ খাতে কয়েক লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে অন্তর্বর্তী বাজেটে। এরই মাঝে সাংসদ, মন্ত্রীদের বেতন, ভাতা বাবদও কোটি কোটি টাকা বরাদ্দ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটের নথি অনুযায়ী, সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন রাজ্যপালদের বেতন ও ভাতা এবং রাষ্ট্রীয় অতিথিদের আপ্য়ায়ন বাবদ ১২৪৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। (আরও পড়ুন: ফ্রি ৩০০ ইউনিট বিদ্যুৎ, উপকৃত ১ কোটি করদাতা, একনজরে বাজেটের ‘নম্বর খেল’)

আরও পড়ুন: কেমন হল এবারের অন্তর্বর্তীকালীন বাজেট? যা বলছেন বন্ধন ব্যাঙ্কের বাঙালি MD

বাজেট নথি অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রীদের বেতন এবং খরচের জন্যে বরাদ্দ করা হয়েছে ৮৩২.৮১ কোটি টাকা। গত অর্থবর্ষে এই বরাদ্দ ছিল ১২৮৯.২৯ কোটি টাকা। গতবছরের তুলনায় এই অর্থবর্ষে মন্ত্রীদের জন্য বরাদ্দ অনেকটাই কমানো হয়েছে। এছাড়া জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয়ের জন্য এবারে বরাদ্দ করা হয়েছে ২০০ কোটি টাকা। গত অর্থবর্ষে এই বরাদ্দ ছিল ২৯৯.৩০ কোটি টাকা। এছাড়া প্রিন্সিপাল বৈজ্ঞানিক সচিবালয়ের জন্য এই অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছে ৭৬.২ কোটি টাকা। আর ক্যাবিনেট সচিবালয়ের জন্য বরাদ্দ করা হয়েছে ৭০ কোটি টাকা। এর সিংহভাগ খরচ করা হবে রাসায়নিত অস্ত্র কনভেনশন।

আরও পড়ুন: শিক্ষা খাতে মোট বরাদ্দ বাড়ল সামান্য, এক ধাক্কায় UGC-র টাকা কমল ৫৩ শতাংশ!

এদিকে রিপোর্ট অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতের মোট রাজস্ব ব্যয় ১১ শতাংশ বাড়িয়ে ১১.১১ লাখ কোটি টাকা করা হয়েছে। যা আমাদের জিডিপির ৩.৪ শতাংশ। এদিকে নির্মলা জানান, গত চার বছরে ভারতের রাজস্ব ব্যয় প্রায় চারগুণ বেড়েছে। আর এবারের অন্তর্বর্তী বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ করা হয়েছে প্রতিরক্ষ খাতে। এবং সবচেয়ে কম ব্যয় করা হবে কৃষি খাতে। বাজেট নথি অনুযায়ী, এবারে প্রতিরক্ষা মন্ত্রকের জন্য বরাদ্দ ৬.১ লাখ কোটি টাকা। এদিকে সড়ক ও পরিবহণ মন্ত্রকের জন্য বরাদ্দ ২.৭৮ লাখ কোটি টাকা। রেলের জন্য বরাদ্দ করা হচ্ছে ২.৫৫ কোটি টাকা। এদিকে উপভোক্তা বিষয়ক মন্ত্রণালয়, খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের জন্য এবারের বাজেটে বরাদ্দ ২.১৩ লাখ কোটি টাকা। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জন্য বরাদ্দ ২.০৩ লাখ কোটি টাকা। এদিকে গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের জন্য বরাদ্দ ১.৭৭ লাখ কোটি টাকা। এদিকে রাসায়নিক এবং সার মন্ত্রকের জন্য বরাদ্দ ১.৬৮ লাখ কোটি টাকা। এদিকে যোগাযোগ মন্ত্রকের জন্য বরাদ্দ করা হয়েছে ১.৩৭ লাখ কোটি টাকা। কৃষি মন্ত্রকের জন্য বরাদ্দ সবচেয়ে কম – মাত্র ১.২৭ লাখ কোটি টাকা।