Direct Tax Demand Dispute issue in Budget 2024: বাজেটে কর সংক্রান্ত বড় ঘোষণা নির্মলার, লাভবান হবেন ১ কোটি করদাতা

পুরনো প্রত্যক্ষ করের দাবি প্রত্যাহারের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এর ফলে প্রায় ১ কোটি করাদাতা লাভবান হবেন বলে জানানো হয়। অর্থমন্ত্রী বলেন, ‘বেশ পুরনো প্রত্যক্ষ করের দাবি প্রত্যাহার করবে সরকার। এর ফলে এক কোটি করাদা লাভবান হবেন। ১৯৬২ থেকে ২০০৯-১০ অর্থবর্ষের সময়কালের মধ্যে ২৫ হাজার টাকা পর্যন্ত যে সব কর আদায়ের দাবি ছিল, তা প্রত্যাহার করছে সরকার। এছাড়া ২০১০-১১ অর্থবর্ষ থেকে ২০১৪-১৫ অর্থবর্ষের মধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কর আদায়ের দাবিও প্রত্যাহার করবে সরকার।’ (আরও পড়ুন: মিলবে সুযোগ, আসবে বদল, ফেব্রুয়ারিতে চালু হচ্ছে এই নতুন ৬ বিষয়, একনজরে জানুন বিশদ)

আরও পড়ুন: কার্যকর হল না FASTag-এর কড়াকড়ি, নয়া ডেডলাইনের মধ্যে KYC করবেন কীভাবে?

অর্থমন্ত্রী বলেন, ‘প্রচুর সংখ্যক ক্ষুদ্র, যাচাই না হওয়া, অমীমাংসিত বা বিতর্কিত প্রত্যক্ষ ট্যাক্সের দাবি সরকার বিগত সময়ে জানিয়েছিল। ১৯৬২ সাল থেকে এমন সব দাবি জানানো হয়েছে। এই সব দাবির ফলে সৎ করদাতারা উদ্বিগ্ন। আমরা চাই, সাধারণ মানুষের জীবনযাত্রা যাতে আরও সহজ হয় এবং মানুষ যাতে আরও অনায়াসে ব্যবসা করতে পারে। তাই আমাদের দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতি রেখে এই ধরনের বকেয়া প্রত্যক্ষ করের দাবি প্রত্যাহার করার প্রস্তাব করছি আমি। এতে প্রায় ১ কোটি করদাতা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।’

আরও পড়ুন: ২৯ দিনের মাসে ক’দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? একনজরে দেখুন ফেব্রুয়ারির ছুটির তালিকা

এদিকে এবারের বাজেটে আয়কর কাঠামোয় কোনও পরিবর্তন আনেননি অর্থমন্ত্রী। এদিন তিনি জানান, নতুন কর কাঠামোয় ৭ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর লাগবে না। উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের বাজেটে নয়া কর কাঠামোকে আরও সহজ করা হয়েছিল। এই কাঠামো অনুযায়ী করযোগ্য আয়ের নিম্নসীমা ২.৫ লাখ থেকে বেড়ে ৩ লাখ করা হয়েছিল। কর ছাড়ের জন্য আয়ের নিম্নসীমা ৫ লাখ থেকে বাড়িয়ে ৭ লাখ টাকা করা হয়েছিল। এদিকে ১ এপ্রিল ২০২৩ থেকে নতুন আয়কর নীতিই ডিফল্ট কর ব্যবস্থা হিসাবে চালু হয়েছে। করদাতারা যদিও চাইলে পুরনো কর নীতি বেছে নিতে পারবেন। বেতনভোগী এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ১৫.৫ লক্ষ টাকার বেশি করযোগ্য আয়ের ক্ষেত্রে নতুন সিস্টেমে স্ট্যান্ডার্ড ডিডাকশন হল ৫২,৫০০ টাকা।

এদিকে নয়া আয়কর স্ল্যাব অনুযায়ী, ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনও কর আরোপ করা হবে না। ৩ থেকে ৬ লক্ষ টাকার মধ্যে আয়ের উপর ৫ শতাংশ কর দিতে হবে। ৬ থেকে ৯ লক্ষ টাকার মধ্যে আয়ের উপর ১০ শতাংশ কর দিতে হবে। ৯ থেকে ১২ লক্ষ টাকার মধ্যে আয়ে ১৫ শতাংশ হারে। ১২ থেকে ১৫ লক্ষ টাকার মধ্যে আয় ২০ শতাংশ হারে। ১৫ লক্ষ টাকা বা তার বেশি আয়ের উপর ৩০ শতাংশ হারে কর দিতে হবে।

আর পুরনো আয়কর স্ল্যাব অনুযায়ী, ২.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে পুরানো কর ব্যবস্থার অধীনে কর থেকে অব্যাহতি পাবেন। ২.৫ থেকে ৫ লক্ষ টাকার মধ্যে আয়ের উপর পুরানো কর ব্যবস্থার অধীনে ৫ শতাংশ হারে কর প্রযোজ্য হবে। ৫ লক্ষ থেকে ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত আয়ের উপর পুরানো কর ব্যবস্থার অধীনে ১৫ শতাংশ হারে কর দিতে হবে। ৭.৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা আয়ের উপর পুরানো ব্যবস্থায় ২০ শতাংশ হারে কর দিতে হবে। ১০ লক্ষ টাকার বেশি ব্যক্তিগত আয়ের উপর ৩০ শতাংশ হারে কর দিতে হবে।