Moushumi Kayal: লোকসভা ভোটের আগেই BJPতে মৌসুমী কয়াল? হতে পারেন প্রার্থীও?

লোকসভা ভোটে কি বিজেপির প্রার্থী হতে চলেছেন কামদুনি আন্দোলনের অন্যতম মুখ মৌসুমী কয়াল? সেই গুঞ্জন আরও ইন্ধন পেল বৃহস্পতিবার বারাসতে মরিচঝাঁপি দিবস উজ্জাপন মঞ্চে বিজেপি নেতাদের সঙ্গে মৌসুমীদেবীর উপস্থিতিতে। তবে রাজনীতিতে যোগদান নিয়ে এদিনও খোলসা করেননি মৌসুমী। তবে মানুষের পাশে থাকতে গেলে যে রাজনৈতিক মঞ্চে থাকা দরকারি, তা স্বীকার করেছেন তিনি।

কামদুনি ধর্ষণ ও হত্যাকাণ্ডের পরে সুবিচারের দাবিতে যে আন্দোলন রাজপথে আছড়ে পড়ে তার অন্যতম মুখ ছিলেন অখ্যাত গ্রামের ততোধিত অখ্যাত বধূ মৌমুমী কয়াল। দীর্ঘ ১০ বছর বারবার কামদুনির নির্যাতিতাকে সুবিচার দেওয়ার দাবিতে বারবার দাবি তোলেন তিনি। ওই ঘটনার পর থেকে সিপিএমের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে মৌসুমীর। বাম মনোভাবাপন্নদের সংগঠন ‘আক্রান্ত আমরা’র হয়ে বিভিন্ন জায়গায় নির্যাতিতাদের কাছে ছুটে গিয়েছিলেন মৌসুমী। কিন্তু কামদুনি কাণ্ডে হাইকোর্টে দোষীদের ফাঁসির সাজা মকুব হওয়ার পর বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে মৌসুমীর। এরই মধ্যে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সহযোগিতায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। এর পরই মৌসুমীর সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে।

গত ২২ জানুয়ারি দমদমে রাম মন্দির উদ্বোধনের উজ্জাপন অনুষ্ঠানে দেখা যায় তাঁকে। বৃহস্পতিবার বারাসতে বিজেপি নেতাদের সঙ্গে দেখা গেল মৌসুমীকে। মঞ্চে ছিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য, অনির্বাণ গঙ্গোপাধ্যায়, দুলাল বর প্রমুখ।

তবে কি সক্রিয় রাজনীতিতে যোগ দিচ্ছেন? জবাবে মৌসুমী বলেন, মানুষের ভালো করতে গেলে রাজনৈতিক মঞ্চে থাকাটা একান্ত দরকারি। তবে এব্যাপারে এখনও কিছু ভাবিনি। তবে বাংলার রাজনীতির অবস্থা এখন নর্দমার মতো। আমার মনে হয় এই আবর্জনা পরিষ্কার করতে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের এগিয়ে আসা উচিত’। মৌসুমী বলেন, ‘কামদুনির রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে শুভেন্দু অধিকারী যে ভাবে সাহায্য করেছেন তাতে আমরা কৃতজ্ঞ।’

বিজেপি সূত্রের খবর, মৌসুমীর লড়াকু মনোভাবকে কাজে লাগাতে চাইছে তারা। তেমন হলে লোকসভা ভোটে প্রার্থীও করা হতে পারে তাঁকে।