Narendrapur Teacher Assult: আদালতের সময়সীমা শেষ, শিক্ষক নিগ্রহে অভিযুক্তদের ধরল না পুলিশ, হুঁশিয়ারি বোসের

হাইকোর্টের বেঁধে দেওয়া সময়সীমা ফুরালেও নরেন্দ্রপুরে স্টাফ রুমে ঢুকে শিক্ষক নিগ্রহের ঘটনায় নতুন করে কাউকে গ্রেফতার করল না পুলিশ। সোমবার রাতের মধ্যে ওই ঘটনায় FIRএ নাম থাকা প্রধান শিক্ষক সহ প্রত্যেককে গ্রেফতার করতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। রাত পোহালেও এই ঘটনায় আর কাউকে গ্রেফতার করেনি পুলিশ। ওদিকে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

সোমবার নরেন্দ্রপুরে শিক্ষক নিগ্রহে দায়ের মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু মঙ্গলবার সকালের মধ্যে অভিযুক্ত প্রধান শিক্ষক ইমতেয়াজ আহমেদসহ FIRএ নাম থাকা ৪ জনকে গ্রেফতারির নির্দেশ দিয়েছিলেন। সঙ্গে তিনি নির্দেশ দেন, আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ইমতেয়াজ আহমেদ স্কুলে ঢুকতে পারবেন না। বিচারপতি প্রশ্ন করেন, পঞ্চায়েত সদস্যরা শিক্ষা ব্যবস্থা নিয়ে এত উদ্বিগ্ন হয়ে উঠলেন কবে থেকে? একই সঙ্গে মাধ্যমিক পরীক্ষার জন্য ওই স্কুলে মধ্যশিক্ষা পর্ষদকে নতুন সেন্টার ইনচার্জ নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি বসু। সঙ্গে আক্রান্ত শিক্ষকদের নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছেন পুলিশকে।

রাত পোহালেও ওই ঘটনায় গ্রেফতারির সংখ্যা এখনও ২। প্রধান শিক্ষক ইমতেয়াজ আহমেদ বা বাকি অভিযুক্তরা কোথায় রয়েছেন তা জানা যায়নি।

এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মঙ্গলবার বারাকপুরের গান্ধীঘাটে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, আগে তদন্তকারী সংস্থাকে পদক্ষেপ করার সুযোগ দেওয়া উচিত। তারা ব্যর্থ হলে আমি হস্তক্ষেপ করব।

শনিবার নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে স্কুলের স্টাফ রুমে ঢুকে শিক্ষক ও শিক্ষিকাদের মারধর করে তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী। বেলাগাম চড় – কিল – ঘুসির সঙ্গে চলে অশ্রাব্য গালাগালি। স্কুল চলাকালীন এই ঘটনায় ছাত্রছাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়ায়। লন্ড ভন্ড হয়ে যায় স্টাফ রুম। সেই ঘটনায় প্রধান শিক্ষক ও স্কুলের পরিচালন সমিতির এক সদস্যসহ ৪ জনের বিরুদ্ধে FIR করেন আক্রান্ত শিক্ষকরা। ঘটনার পরদিন রবিবার ২ জনকে গ্রেফতার করা হলেও তাদের নাম FIRএ ছিল না। অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে বনহুগলি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলি সদস্য আকবর আলিরও। অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে হাইকোর্টে দুর্নীতির মামলা করায় আক্রান্ত হতে হয়েছে শিক্ষক শিক্ষিকাদের।