Ranji Trophy Bengal vs Mumbai preview Ishan Porel to make comeback at Eden BCCI Domestic Prithvi Shaw return

সন্দীপ সরকার, কলকাতা: অজিঙ্ক রাহানে, ধবল কুলকার্নি, পৃথ্বী শ, শিবম দুবে, শামস মুলানি…

প্রতিপক্ষ শিবিরের ক্রিকেটারদের নামের তালিকা দেখতে বসলে বাংলা শিবিরের (Bengal vs Mumbai) রক্তচাপ বাড়তে পারে বৈকি!

কিন্তু বাংলা ক্রিকেটারদের সঙ্গে কথা বললে বোঝা যাবে, প্রতিপক্ষের নাম নয়, দল হিসাবে ভাল খেলাকেই গুরুত্ব দিচ্ছেন মনোজ তিওয়ারিরা (Manoj Tiwary)।

শুক্রবার থেকে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) রঞ্জি ট্রফির গ্রুপ বি-র গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি বাংলা ও মুম্বই। তার আগের দিন বৃষ্টিতে ভেস্তে গেল দুই দলের প্র্যাক্টিস। মাঠ ঢাকা রইল কভারে। জিমে সামান্য গা ঘামিয়েই মাঠ ছাড়তে হল দুই দলের ক্রিকেটারদের।

৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে মুম্বই। ১২ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে বাংলা। প্রতিপক্ষ শিবিরে এত বড় নাম, ঘরের মাঠে চাপে থাকবে বাংলা? চলতি রঞ্জি ট্রফিতে ব্যাট হাতে দুরন্ত ছন্দে থাকা অনুষ্টুপ মজুমদারকে জিজ্ঞেস করতেই পাওয়া গেল আত্মবিশ্বাসী জবাব। বললেন, ‘ওদের নামী ক্রিকেটারদের মধ্যে শিবম দুবে ছাড়া কেউই পারফর্ম করছে না। পুরো খেলা হলে ৬ পয়েন্টের ম্যাচ হবে। আমরা ভাল জায়গায় থেকেই নামব।’

একই সুর বঙ্গ অধিনায়ক মনোজ তিওয়ারির গলায়। সামনে ৪১ বারের রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বই। যাদের ঘরোয়া ক্রিকেটের দৈত্য বলা হয়। মনোজ বাড়তি সমীহ করতে নারাজ। বললেন, ‘ওরা আগের ম্যাচে উত্তর প্রদেশের বিরুদ্ধে হেরে গিয়েছে। আমরা অসমকে ইনিংসে হারিয়ে এসেছি। স্বাভাবিকভাবেই দল আত্মবিশ্বাসে ফুটছে। ছেলেদের বলেছি, মুম্বই বড় দল আর তাদের বিরুদ্ধেই নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে।’

এই ম্যাচে মুম্বই পাচ্ছে পৃথ্বী শ-কে। যা নিয়ে খুশি রাহানে। ইডেন ছেড়ে বেরনোর সময় বললেন, ‘পৃথ্বীর প্রতিভা নিয়ে কারও কোনও সংশয় নেই। ও দলে ফেরায় অবশ্যই আমরা শক্তিশালী হব।’ লাল বলের ক্রিকেটে তাঁকে শেষবার দেখা গিয়েছিল গত বছরের মাঝ জুলাইয়ে। দলীপ ট্রফির ম্যাচে খেলেছিলেন তিনি। তারপর কাউন্টি ক্রিকেটে কয়েকটা ম্যাচ খেলেন। কিন্তু ফিটনেস সমস্যা আর চোটের জন্য ক্রিকেট মাঠের বাইরেই বেশিরভাগ সময়টা কাটাতে হয়েছে পৃথ্বী শকে (Prithvi Shaw)।

অবশেষে বাইশ গজে ফিরছেন তিনি। এবং ফিরছেন বাংলা শিবিরের উদ্বেগ বাড়িয়ে। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচে মুখোমুখি বাংলা ও মুম্বই। রঞ্জি ট্রফির নক আউটের দৌড়ে দুই দলের কাছেই ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম তিন ম্যাচে সরাসরি জেতা মুম্বই আগের ম্যাচে উত্তর প্রদেশের কাছে হেরে আচমকা চাপে। অন্যদিকে বাংলা শিবির প্রথম তিন ম্যাচে পয়েন্ট নষ্ট করার পর আগের ম্যাচে অসমের বিরুদ্ধে বোনাস পয়েন্ট সহ জিতেছে। এবং ঢুকে পড়েছে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে।

মুম্বইয়ের বিরুদ্ধে বাংলা দলে একটি পরিবর্তন হতে চলেছে। আগের ম্যাচে রঞ্জি অভিষেক হয়েছিল সুমন দাসের। তবে ইডেনে তাঁর পরিবর্তে দলে ফিরবেন ঈশান পোড়েল। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে নামছে বাংলা। লক্ষ্য, ঘরের মাঠে সরাসরি জয়। তবে শুক্রবারও আকাশ মেঘলা থাকার আশঙ্কা। রয়েছে হাল্কা বৃষ্টির পূর্বাভাসও। আবহাওয়াই না বাংলার পথে ফের কাঁটা হয়ে দাঁড়ায়!

আরও পড়ুন: কনকাশন সাব নিয়মের অপব্যবহার, বিস্ফোরক অভিযোগে শোরগোল পড়তে পারে ঘরোয়া ক্রিকেটে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও দেখুন