Sachin Tendulkar Shares Video Of Meeting With Fan, Heartwarming Video Goes Viral

নয়াদিল্লি: ক্রিকেট ছেড়েছেন বহুদিন। তবে আজও তিনি আপামর ভারতবাসীর কাছে ‘ক্রিকেট ঈশ্বর’। সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) জনপ্রিয়তায় আজও এতটুুকুও টান পড়েনি। ফের একবার হাতেনাতে তাঁর প্রমাণ মিলল। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সচিন একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তাঁকে তাঁর এক ভক্তের সঙ্গে সাক্ষাতের পর হাত মেলাতে এবং খানিক গল্প করতেও দেখা যায়। সেই ভক্তের পরনে ছিল মুম্বই ইন্ডিয়ান্সের এক জার্সি এবং সেই জার্সির পিছনে লেখা, ‘তেন্ডুলকর তোমাকে মিস করি।’

 


সচিন সেই ভক্তের সঙ্গে সাক্ষাতের ভিডিওটি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘সচিনের সঙ্গে তেন্ডুলকরের সাক্ষাৎ। সকলের থেকে এত ভালবাসা পেয়ে আমার হৃদয় উচ্ছ্বাসে ভরে ওঠে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জনগণের এই ভালবাসাই তো আমাদের জীবনকে আরও সমৃদ্ধ করে তোলে।’ 

ভারতীয় প্রাক্তনীর বিরুদ্ধে মামলা দায়ের

নব্বই দশকের মাঝামাঝি সময়ে ভারতের হয়ে চারটি ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন প্রশান্ত। সেই প্রশান্তের দেওয়া এক চেক বাউন্স হওয়া ঘিরেই যত কাণ্ড। তিনি স্থানীয় এক দোকানদারের থেকে স্টিল কিনে, তাঁকে বিনিময়ে একটি চেক দেন। তবে সেই চেক বাউন্স করে যাওয়ায় উক্ত দোকানদার প্রশান্তকে টাকা মেটানোর জন্য বলেন। তবে প্রশান্ত টাকা মেটানোর আবেদন খারিজ করে দেওয়ায় বাধ্য হয়েই সেই ব্যাপারি আদালতের দ্বারস্থ হন। সেখানে আদালতের একাধিকবার মামলার শুনানির সময়ে অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয় বলে জানান বাজাজ নগর পুলিশ স্টেশনের এক ইন্সপেক্টর।

বর্তমানে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির প্রধান প্রশান্ত। তিনি মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও যুক্ত। এমআই জুনিয়রের জন্য প্রতিভা অন্বেষণের দায়িত্বে রয়েছেন প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার। ঘরোয়া ক্রিকেটে প্রশান্ত কিন্তু বিদর্ভের পাশাপাশি বাংলার হয়েও প্রতিনিধিত্ব করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৬ ম্যাচ খেলে ১৭১টি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে প্রশান্তের দখলে। তবে তাঁর আন্তর্জাতিক কেরিয়ার দীর্ঘস্থায়ী হয়নি। চার আন্তর্জাতিক ম্যাচে তাঁর দখলে মাত্র চার উইকেটই রয়েছে। এবার তিনি এই মামলায় বেশ বিপাকেই পড়লেন। তবে শেষমেশ সিউরিটি বন্ডে তাঁকে আদালতের তরফে ছাড়পত্র দেওয়া হয়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: হঠাৎই অস্বস্তিবোধ, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের মাকে