Air India plane tickets discount: মাত্র ১৭৯৯ টাকায় প্লেনের টিকিট! স্পেশাল সেল Air India-র, আসবে টাকাও, কতদিন চলবে?

ঘরোয়া ও আন্তর্জাতিক বিমানের জন্য স্পেশাল সেল চালু করল এয়ার ইন্ডিয়া। টাটা গ্রুপের মালিকাধীন উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে, চারদিনের জন্য ‘নমস্তে ওয়ার্ল্ড সেল’ শুরু করা হয়েছে। যা ২ ফেব্রুয়ারি থেকে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সেইসময় টিকিট কাটলে ঘরোয়া বিমানের ক্ষেত্রে মাত্র ১,৭৯৯ টাকা খরচ পড়বে। আর মাত্র ১০,২৪৯ টাকায় আন্তর্জাতিক উড়ানের টিকিট কাটতে পারবেন। তবে সব রুটে একই ভাড়ায় টিকিট কাটা যাবে না। বিভিন্ন রুটে বিভিন্ন ভাড়া পড়বে। ঘরোয়া রুটে ন্যূনতম ভাড়া পড়বে ১,৭৯৯ টাকা। আর আন্তর্জাতিক রুটে ১০,২৪৯ টাকা পড়বে।

কতক্ষণ এয়ার ইন্ডিয়ার স্পেশাল সেল চলবে?

এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ২ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত ১২ টা ১ মিনিট থেকে ৫ ফেব্রুয়ারি (সোমবার) রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত সেল চলবে। স্থানীয় সময় অনুযায়ী সেই সময়সীমা বিবেচনা করা হবে।

কোন সময় যাতায়াতের জন্য সেলে টিকিট কাটা যাবে?

টাটার মালিকাধীন এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ২ ফেব্রুয়ারি থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যাতায়াতের ক্ষেত্রে সেই বিশেষ সুযোগ মিলবে। অর্থাৎ আপনি যদি ৩০ সেপ্টেম্বর কোথাও যেতে চান, তাহলে ৫ ফেব্রুয়ারির মধ্যে টিকিট কাটলে সেলের সুবিধা পাবেন।

কোন কোন রুটের বিমানে সেই স্পেশাল সেল চলবে?

১) ভারতের মধ্যে বিমান (অন্তর্দেশীয় উড়ান): ইকোনমি ক্লাসে একমুখী যাত্রার জন্য টিকিটের দাম শুরু হবে ১,৭৯৯ টাকা থেকে। অর্থাৎ একবার থেকে ন্যূনতম ১,৭৯৯ টাকা খরচ হবে।

২) ভারত থেকে ছাড়া এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক বিমান: ইকোনমি ক্লাসে একমুখী যাত্রার জন্য ন্যূনতম ভাড়া পড়বে ৩,৮৯৯ টাকা। তারপর রুটের ভিত্তিতে ভাড়া নির্ধারিত হবে।

বিদেশে যাওয়ার বিমানের ভাড়া (একমুখী, ইকোনমি ক্লাস)

১) ভারত থেকে আমেরিকা: ৩১,৯৫৬ টাকা থেকে শুরু। 

২) ভারত থেকে কানাডা: ৫৩,৬২২ টাকা থেকে শুরু। 

৩) ভারত থেকে দুবাই: ১০,৭২২ টাকা থেকে শুরু। 

৪) ভারত থেকে দোহা: ১০,২৯৪ টাকা থেকে শুরু। 

৫) ভারত থেকে অস্ট্রেলিয়া: ২৯,৪১১ টাকা থেকে শুরু। 

৬) ভারত থেকে সিঙ্গাপুর: ৬,৭৭২ টাকা থেকে শুরু। 

৭) ভারত থেকে থাইল্যান্ড: ৮,৯৩২ টাকা থেকে শুরু। 

৮) ভারত থেকে ইউরোপ: ২৩,০৬৩ টাকা থেকে শুরু। 

৯) ভারত থেকে ব্রিটেন: ২২,২৮৩ টাকা থেকে শুরু।

বিদেশ থেকে ভারতে ফেরার বিমানের ভাড়া (একমুখী, ইকোনমি ক্লাস)

১) আমেরিকা থেকে ভারত: ৩৩৪ মার্কিন ডলার। 

২) কানাডা থেকে ভারত: ৭৬২ কানাডিয়ান ডলার। 

৩) ব্রিটেন থেকে ভারত: ২৬৭ পাউন্ড। 

৪) অস্ট্রেলিয়া থেকে ভারত: ৫১৭ অস্ট্রেলিয়ান ডলার। 

৫) সৌদি আরব থেকে ভারত: ৩৮২ রিয়াল। 

৬) সংযুক্ত আরব আমিরশাহি থেকে ভারত: ৩০৮ দিরহাম। 

৭) ইউরোপ (নেদারল্যান্ডস) থেকে ভারত: ২৮৬ ইউরো। 

৮) সিঙ্গাপুর থেকে ভারত: ১২৩ সিঙ্গাপুর ডলার।

আরও পড়ুন: Air India on 1.1 cr fine: প্রাক্তনী কেস খাওয়ানোয় ফাইন হল ১.১ কোটি টাকা, এয়ার ইন্ডিয়া বলল সুরক্ষায় গলদ নেই

কীভাবে এয়ার ইন্ডিয়ার স্পেশাল সেলের টিকিট কাটতে হবে?

যেভাবে অন্যান্য সময় এয়ার ইন্ডিয়ার বিমানের টিকিট কাটা যায়, সেরকমভাবেই ‘নমস্তে ওয়ার্ল্ড সেল’-র সময় বুকিং করতে পারবেন যাত্রীরা। উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে, এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট, অ্যাপ, অনুমোদিত ট্র্যাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কাটা যাবে।

ক্যাশব্যাক অফার (মোবিকুইক ক্যাশব্যাক অফার)

১) ন্যূনতম ৪,৯৯৯ টাকার টিকিট কাটলে ৩০০ টাকার ক্যাশব্যাক পাবেন। 

২) ন্যূনতম ১৯,৯৯৯ টাকার টিকিট কাটলে ৭৫০ টাকা ক্যাশব্যাক মিলবে।

আরও পড়ুন: Air India: বিশ্বের সবচেয়ে খারাপ বিমান পরিষেবায় চার নম্বরে এয়ার ইন্ডিয়া!