Arambag: শুভেন্দু অধিকারীর সভার পরই আরামবাগে মুসলিমদের বিজেপিতে যোগদানের হিড়িক

লোকসভা নির্বচনের আগে গোটা দেশে মুসলিমদের মধ্যে জনপ্রিয়তা বৃদ্ধির জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বিজেপি। আর সেই উদ্যোগের ফল মিলতে শুরু করল পশ্চিমবঙ্গে। গত কয়েক দিনে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধানসভায় বিজেপিতে যোগদান করলেন বহু মুসলিম। এমনকী যারা কোনও দিন সক্রিয় রাজনীতিতে ছিলেন বিজেপির পতাকা ধরেছেন তেমন মুসলিমরাও।

গত ২৭ জানুয়ারি আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত হরিপালে জনসভা করেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে মুসলিমদের উদ্দেশে বিজেপিকে সমর্থনের আশ্বাস দেন তিনি। শুভেন্দুবাবুর সভার পর সপ্তাহ ঘুরতে না ঘুরতে হরিপালে বিজেপির পতাকা ধরলেন বেশ কয়েকজন মুসলিম। আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষের হাত ধরে দলে যোগদান করেন তাঁরা। দিন কয়েক আগেই আরাগবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত গোঘাটেও ঘটেছে একই ঘটনা।

বিজেপিতে যোগদানকারী এক মুসলিম সম্প্রদায়ের সদস্য জানান, ‘নরেন্দ্র মোদী দেশের জন্য খুব ভালো কাজ করছেন। তাই আমরা বিজেপিতে বেছে নিয়েছি। আশা করি বিজেপি আগামীতে রাজ্যে ও দেশে স্বচ্ছ ও উন্নয়নশীল সরকার দিতে পারবে।’ বিমানবাবু বলেন, ‘মুসলিমদের বিজেপিকে নিয়ে ভুল বোঝানো হত। মুসলিমরা আজ বুঝতে পারছেন যে বিজেপি তাদের বিরোধী নয়, বরং হিতাকাঙ্গী। বিরোধীরা মুসলিমদের ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করে। বিজেপি তাদের সমান সুযোগ দিতে চায়। সেকথা বুঝতে পেরেই আত্মমর্যাদাসম্পন্ন মুসলিমরা এখন বিজেপির প্রতি আস্থা রাখছেন। বিজেপি মুসলিমদের প্রতি সম্পূর্ণ সুবিচার করবে।’

মুসলিমদের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা বারবার তুলে ধরছেন বিজেপি নেতারা। এরাজ্যে মুসলিমদের প্রতি আক্রমণের ঝাঁঝ কমিয়েছেন বিজেপি নেতারা।