Bharat Jodo Nyay Yatra: রাহুল গান্ধীর যাত্রার ৩টি গাড়ি চালকসহ আটকে রাখল মমতার পুলিশ

রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার ৩টি গাড়িকে আটক করে রেখে দিল পশ্চিমবঙ্গ পুলিশ। সঙ্গে আটক করা হয়েছে ৩টি গাড়ির চালকদেরও। শুক্রবার পশ্চিমবঙ্গ ছেড়ে রাহুলের যাত্রা বেরনোর আগে মুরারই থানা এলাকায় ৩টি গাড়ি ও তাদের চালকসহ মোট ৪ জনকে আটক করেছে পুলিশ। ধৃতদের মুক্তির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস সমর্থকরা।

পশ্চিমবঙ্গে প্রবেশের পর থেকেই রাহুল গান্ধীর যাত্রায় প্রতি পদে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে। শেষ দিনে রাহুলকে বীরভূমে ঢোকার অনুমতিই দেয়নি প্রশাসন। কিন্তু মুর্শিদাবাদ থেকে ঝাড়খণ্ডের পাকুড়ে পৌঁছতে বীরভূমের ওপর দিয়ে যাওয়া ছাড়া গতি ছিল না। এদিন রাহুল গান্ধীর যাত্রা বীরভূমের মুরারই থানা এলাকায় পৌঁছলে রাজগ্রামের আগে কদমপুর পেট্রল পাম্পের কাছে রাজ্য পুলিশের কর্মীরা কনভয়ের ৩টি গাড়িকে আটক করেন। এর মধ্যে ২টি গাড়ি দিল্লি ও হরিয়ানায় নথিভুক্ত। রাজ্য পুলিশের দাবি, ওই গাড়িগুলি বেপরোয়াভাবে চলছিল। যার ফলে রাজ্য পুলিশের একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। সেজন্য গাড়িসহ চালকদের আটক করা হয়েছে।

ওদিকে কংগ্রেস কর্মীদের দাবি, কনভয়ে থাকা রাজ্য পুলিশের একটি ট্রাভেরা গাড়ি ইচ্ছা করে ওই গাড়িগুলিকে ধাক্কা মারতে থাকে। এর পর তাদের বিরুদ্ধেই অভিযোগ তুলে আটক করে রাহুলের যাত্রার গাড়িগুলিকে।

রাহুল গান্ধীর যাত্রার গাড়িগুলি ও তাদের চালকদের মুক্তির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস কর্মীরা। তাদের দাবি, কংগ্রেসকে হয়রানি করতে পরিকল্পনামাফিক এই কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। তিনটি গাড়িকে বাদ দিয়েই এদিন ঝাড়খণ্ডের পাকুড়ে পৌঁছয় রাহুল গান্ধীর যাত্রা।