Elephant: তাড়া করেছে বিরাট হাতি, হামাগুড়ি দিয়ে জঙ্গলে চলে গেল যুবক, দেখুন Video

আইএফএস পরবীন কাসোয়ান একটি ভিডিয়ো পোস্ট করেছেন। আর সেই ভিডিয়ো দেখে তো হতবাক আমজনতা। বনদফতরের পদস্থ আধিকারিক মাঝেমধ্য়েই নানা ধরনের ভিডিয়ো সামনে আনেন। আর সেই ভিডিয়ো দেখে নিন আপনিও।

পরবীন কাসোয়ান এক্স হ্যান্ডেলে এই পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, এই মানুষটি অত্যন্ত সৌভাগ্যবান। কিন্তু বন্যপ্রাণী আছে এমন এলাকায় একটু সাবধানে থাকবেন। ঝুঁকি নেবেন না। গাড়ি থেকে নামবেন না অথবা বন্য জীবজন্তুদের কাছাকাছি যাবেন না।

সেই ভিডিয়োটি কেরলের বলে দাবি করা হচ্ছে। কী আছে সেই ভিডিয়োতে?

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে আচমকাই জঙ্গল থেকে বেরিয়ে আসে একটা বিরাট হাতি। এরপর সেটি তাড়া করতে শুরু করে। ভিডিয়োতে দেখা যায় হাতিটি তাড়া করেছে দুজনকে। তার পাশে একটি গাড়িও যাচ্ছে। সম্ভবত ওই গাড়ি থেকে নেমে পড়েছিলেন ওই দুই ব্যক্তি। এরপর ছুটতে শুরু করেন। আচমকাই দেখা যায় এক ব্যক্তি মাটিতে পড়ে গেলেন। আর একটু হলেই হাতিটা তাকে পা দিয়ে পিষে দিতে পারত। আর একটু হলেই তাকে শুড়ে তুলে আছাড় মারতে পারত হাতিটি। কিন্তু সেটা না করে হাতিটি পেছনের পা দিয়ে একটু ছুঁয়ে দিল ওই ব্যক্তিকে। বলা ভালো হালকা করে লাথিও মারল হাতিটি। আর তারপরই দেখা যায় ওই ব্যক্তি রাস্তা থেকে হামাগুড়ি দিয়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছেন।

 

এই ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন অনেকেই। একবার পা তুলে দিলে আর বাঁচতে পারত না ওই ব্যক্তিরা। কিন্তু নাহ! হাতিটি শেষ পর্যন্ত কিছু করেনি। তবে কি ওই ব্যক্তিদের এবারের মতো ছেড়ে দিল হাতি?

এই প্রশ্নের উত্তর মেলেনি। তবে বনদফতরের ওই কর্তা সাবধান করেছেন, এভাবে বন্য জীবজন্তুদের কাছে ঘেঁষবেন না। এই মানুষটি অত্যন্ত সৌভাগ্যবান। কিন্তু বন্যপ্রাণী আছে এমন এলাকায় একটু সাবধানে থাকবেন। ঝুঁকি নেবেন না। গাড়ি থেকে নামবেন না অথবা বন্য জীবজন্তুদের কাছাকাছি যাবেন না।

কিন্তু তারপরেও বহু এলাকায় দেখা যায় যে হাতি কোনওভাবে লোকালয়ে চলে এলে তার খুব কাছে চলে আসেন সাধারণ মানুষ। নানাভাবে তাদের বিরক্ত করা হয়। হাতিকে দেখে পাথর ছোঁড়া হয়। এমনকী বহু জায়গায় দেখা যায় হাতিদের করিডোরে বসতি গড়ে উঠেছে। জঙ্গলে খাবারের অভাব। হাতি লোকালয়ে চলে আসে। এরপরই শুরু হয় হাতি মানুষ সংঘাত।