IND v ENG 2nd Test: Injustice fans fume as Sarfaraz Khans wait for India debut extends Rajat Patidar debut

বিশাখাপত্তনম: ভারত এ দলের হয়ে শেষ চারটি ইনিংসে একটি সেঞ্চুরি, দুটি হাফসেঞ্চুরি। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ১৬১ রান করেছিলেন। কে এল রাহুল (KL Rahul) চোট পাওয়ায় ইংল্যান্ডের (IND vs ENG) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দলে ডাক পেয়েছিলেন সরফরাজ খান (Sarfaraz Khan)। অনেকে মনে করেছিলেন, বিশাখাপত্তনমে তাঁর টেস্ট অভিষেক কার্যত সময়ের অপেক্ষা।

কিন্তু অপেক্ষাই সার। টেস্টের প্রথম একাদশে জায়গা পেলেন না সরফরাজ। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশে সুযোগ পেলেন রজত পাতিদার। টেস্ট অভিষেক হল তাঁর। যা দেখে ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা। সরফরাজের সঙ্গে অন্যায় হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠল এই স্লোগান নিয়ে।

নেটিজেনদের অনেকেই লিখলেন, অবিচারের শিকার হয়েছেন সরফরাজ। একজন সাফ লিখেছেন, ‘যেটা হল, এক কথায় অন্যায় হল।’ আর একজনের মন্তব্য, ‘ভাবতেই পারছি না এই ম্যাচে সরফরাজকে খেলানো হচ্ছে না।’ একজন লিখেছেন, ‘কুৎসিত সিদ্ধান্ত।’ ভারতের টিম লিস্টের ছবি দিয়ে একজনের পোস্ট, ‘সরফরাজের কী হয়েছে কেউ দয়া করে বলতে পারবেন?’

সরফরাজের উপেক্ষিত থাকার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগেও ঘরোয়া ক্রিকেটে দিনের পর দিন  পারফর্ম করে ব্রাত্য থেকেছেন সরফরাজ। যা নিয়ে সুনীল গাওস্করের মতো কিংবদন্তিও ক্ষোভ উগরে দিয়েছেন। গাওস্কর বলেছিলেন, রঞ্জি ট্রফিতে মরশুমের পর মরশুম রান করার পর যদি এভাবে উপেক্ষিত হতে হয়, তাহলে টুর্নামেন্ট রেখে লাভ কী? ভারতীয় বোর্ড রঞ্জি ট্রফি বন্ধ করে দিক।

একটা সময় বলা হতো, ফিট নন বলে সরফরাজ দৌড়ে পিছিয়ে পড়ছেন। সেটা নিয়েও প্রশ্ন তুলেছিলেন গাওস্কর। বলেছিলেন, দিনের শেষে যদি আপনি আনফিট থাকেন, তাহলে আপনার সেঞ্চুরি করা সম্ভব নয়। এ কারণে ক্রিকেটে ফিটনেস অত্যন্ত জরুরি।  কিন্তু তাহলে সরফরাজ খান সেঞ্চুরি করছেন কী করে? গাওস্কর আরও বলেছিলেন, ইয়ো ইয়ো টেস্ট বা আরও যা কিছু রয়েছে, তাই মাপকাঠি হলে ক্রিকেটীয় দক্ষতার দাম কোথায়! ক্রিকেটারেরা কি খেলবেন, নাকি ব়্যাম্পে হাঁটবেন?

যদিও সরফরাজের দিনবদল এখনও হল না। অপেক্ষা আরও দীর্ঘায়িত হল তাঁর।                  

আরও পড়ুন: হাসপাতালে রাতেই দেওয়া হল রক্ত, কেমন আছেন সৌরভের মা?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও দেখুন