IND vs ENG: ২১'এর মত কামব্যাক চাইছে ভারত, টানা দ্বিতীয় টেস্ট জয়ের লক্ষ্যে আজ নামছে ইংল্যান্ড

<p><strong>বিশাখাপত্তনম:</strong> প্রথম টেস্টে হার। সিরিজে পিছিয়ে যাওয়া। কে এল রাহুল, রবীন্দ্র জাডেজার চোট। কোনও কিছুই ভারতের পক্ষে যায়নি হায়দরাবাদ টেস্টে। চাপে থেকেই আজ দ্বিতীয় টেস্টে নামতে চলেছে রোহিত বাহিনী। বিশাখাপত্তনমে এই টেস্ট ম্যাচ আয়োজিত হতে চলেছে। এর আগে ২০২১ সালেও এমন পরিস্থিতির মুখে পড়েছিল ভারত। সেবার প্রথম টেস্টে হেরে সিরিজে কামব্যাক করেছিল ভারত। চলতি সিরিজে এবার তাই একুশের মতই কামব্যাক করতে মরিয়া দ্রাবিড়ের ছেলেরা।&nbsp;&nbsp;</p>
<p>বিরাট <a title="কোহলি" href="https://bengali.abplive.com/topic/virat-kohli" data-type="interlinkingkeywords">কোহলি</a> আগেই প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন। রাহুল, জাডেজাও ছিটকে গিয়েছে। <a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>ে রোহিত আর অশ্বিন ছাড়া সেভাবে অভিজ্ঞতার ডালি পূর্ণ, এমন প্লেয়ার নেই বললেই চলে। জাডেজার না থাকায় কুলদীপ যাদবকে দেখা যেতে পারে প্রথম একাদশে। অন্যদিকে ইংল্যান্ড তাঁদের একাদশ ঘোষণা করে দিয়েছে যথারীতি বৃহস্পতিবারই। মার্ক উডের বদলে দলে ফিরেছেন জেমস অ্যান্ডারসন। অন্যদিকে জ্যাক লিচ হাঁটুটে চোট পেয়ে ছিটকে যাওয়ায় শোয়েব বসির ঢুকে গিয়েছেন দলে। আরো ২ স্পিনার রেহান আহমেদ ও প্রথম টেস্টের নায়ক টম হার্টলি রয়েইছেন। জো রুটকেও দেখা যাবে বল হাতে।&nbsp;</p>
<p><strong>পিচের পরিস্থিতি</strong></p>
<p>বিশাখাপত্তনমের মাঠ প্রাথমিকভাবে ম্যাচের শুরুতে ব্যাটারদের স্বর্গরাজ্য। শুরুর দিকে ব্যাটারদের দাপট দেখা যাওয়াটাই তাই স্বাভাবিক। তবে সচরাচর ম্যাচ এগোলে স্পিনার এবং ফাস্ট বোলার, উভয়ই বিশাখাপত্তনমের মাঠে সহায়তা পেয়ে থাকেন। মাঠে এখনও পর্যন্ত দুইটি টেস্টই আয়োজিত হয়েছে। উভয় টেস্টেই প্রথমে ব্যাট করা দল দয় পেয়েছে। শুরুতেই ব্যাটিং সহায়ক পিচের লাভ তুলতে অধিনায়করা সচরাচর টস জিতলে এখানে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিয়ে থাকেন।</p>
<p><a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>ের এই স্টেডিয়ামে রেকর্ডও দুরন্ত। উভয় টেস্টেই টিম ইন্ডিয়া জয় পেয়েছে। গত টেস্টে উভয় ইনিংসে রোহিত শর্মার শতরানে ভর করে ভারত দক্ষিণ আফ্রিকাকে ২০৩ রানের সুবিশাল ব্যবধানে পরাজিত করেছিল। ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত ম্যাচে বিরাট <a title="কোহলি" href="https://bengali.abplive.com/topic/virat-kohli" data-type="interlinkingkeywords">কোহলি</a>র নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ২৪৬ রানের ব্যবধানে জয় পায়। এবারও কি টিম ইন্ডিয়া বড় ব্যবধানে জয় পাবে, সেটাই দেখার অপেক্ষায় সকলে।&nbsp;</p>