Kolkata Derby: ডার্বিতে ভরবে গ্যালারি, আশা নিয়েই অপ্রীতিকর ঘটনা এড়ানোর আবেদন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের

অর্কদীপ্ত মুখোপাধ্যায়: কাল হাইভোল্টেজ ডার্বি। মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে চড়ছে উন্মাদনার পারদ। সুপার কাপ জেতায় বাড়তি আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল সমর্থকরা। 

অন্যদিকে জাতীয় দল থেকে সমস্ত ফুটবলার ফিরে আসায় মোহনবাগানও তাদের প্রথম একাদশের সব প্লেয়ারকেই পাচ্ছে কালকের ম্যাচে। শনিবার স্টেডিয়াম কানায় কানায় ভর্তি হওয়ার আশা করছেন আয়োজকরা। 

ঠিক এই জায়গায় দাঁড়িয়েই ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার সমর্থকদের কাছে আবেদন করলেন যে ম্যাচ চলাকালীন এবং ম্যাচের পরে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। একই সঙ্গে তিনি আবেদন জানালেন প্রশাসনের কাছেও যেন তারা এই বিষয়ে বাড়তি নজর দেয়। 

আরও পড়ুন: Kolkata Derby: ‘ডার্বিতে কখনও হারিনি’, তীব্র হুঙ্কার হাবাসের ! দিলেন আশিস-আনোয়ারদের আপডেট

বিগত বেশ কিছু ডার্বিতে দেখা গিয়েছে ম্যাচের পরে স্টেডিয়াম সংলগ্ন কিছু জায়গায় দুই দলের সমর্থকদের মধ্যে রীতিমতো হাতাহাতি হয়েছে। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকেই নজর দেওয়ার কথা জানালেন দেবব্রত সরকার। 

একই সঙ্গে তিনি জানান যে ইস্টবেঙ্গল প্রস্তুত কালকের ম্যাচের লড়াইয়ের জন্য। মোহনবাগানকে এগিয়ে রাখলেও ইস্টবেঙ্গল যে এবার একটা লড়াকু দল তাও জানিয়ে দেন তিনি।

অন্যদিকে শনিবার আইএসএল-এ ঐতিহ্যের লড়াই এর আগে রীতিমতো আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল শিবির। ক্রীড়াঙ্গনের ট্রেনিং গ্রাউন্ডে বিকেলবেলা প্র্যাকটিসের সময় রীতিমতো চনমনে লাগছিল লাল হলুদ ব্রিগেডকে। 

আরও পড়ুন: Kolkata Derby: ‘ইস্টবেঙ্গল সমর্থকরা এবার চোখে চোখ রেখে…!’ খেলার আগেই মশাল জ্বালালেন হেডমাস্টার

এখনো পর্যন্ত আইএসএল-এর ইতিহাসে মোহনবাগানকে কখনও হারায়নি ইস্টবেঙ্গল। তবে এই নিয়ে বিশেষভাবে চিন্তিত নন লাল হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। মোহনবাগানকেই এগিয়েই রাখছেন তিনি। 

একই সঙ্গে তিনি জানিয়েছেন যে বাগান কোচ হাবাসের প্রতি তাঁর সম্মানের কথা। তবে এখনই আইএসএল ট্রফি নিয়ে ভাবতে রাজি নন তিনি। মোহন বাগানকে হারিয়ে আইএসএল-এর পয়েন্ট টেবিলে দুই দলের মধ্যে যে বিরাট ফারাক রয়েছে সেটা কমানোই মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। 

চলতি মরসুমে ডুরান্ড কাপ এবং সুপার কাপ মিলিয়ে তিনবারের মুখোমুখি সাক্ষাতে ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে দুই এক ব্যবধানে। আইএসএল-এর ইতিহাসের চাকা ঘোরাতে পারে কীনা ইস্টবেঙ্গল তার জন্য অপেক্ষা আর একদিনের।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp)