Modi laughs at Kharge’s ‘400 par’ remark: ‘অব কী বার ৪০০ পার’, সংসদে খাড়গের কথা শুনে হো-হো করে হাসি মোদী, ভাইরাল ভিডিয়ো

‘অব কী বার ৪০০ পার’- রাজ্যসভায় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের মুখে সেই কথা শুনে হো-হো করে হেসে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনদের একাংশ সেই ভিডিয়ো নিয়ে হাসাহাসি শুরু করেছেন। যদিও শুক্রবার সংসদের উচ্চকক্ষে যখন খাড়গের মুখে ‘অব কী বার ৪০০ পার’ স্লোগানের কথা উঠে আসে, তখন রীতিমতো গুরুগম্ভীর আলোচনা হচ্ছিল। রাজ্যসভার চেয়ারম্যান তথা উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সামনে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ শানাচ্ছিলেন খাড়গে। সেই রেশ ধরেই তিনি বলেন, ‘আপনার বিপুল সংখ্যাগরিষ্ঠতা আছে। এখন তো ৩৩০-৩৩৪টি আসন আছে। এখন তো অব কী বার ৪০০ পার করার (স্লোগান দেওয়া হচ্ছে)।’ আর খাড়গের সেই কথা শুনেই হো-হো করে হাসতে থাকেন বিজেপি সাংসদরা।

ট্রেজারি বেঞ্চে ছিলেন মোদীও। তিনি একেবারে হো-হো করে হাসতে থাকেন। হাসিতে ফেটে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, অনুরাগ ঠাকুর, প্রহ্লাদ জোশী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডারা। সর্বভারতীয় বিজেপির ‘এক্স’ হ্যান্ডেল থেকেও সেই ভিডিয়ো টুইট করা হয়। সঙ্গে লেখা হয়, ‘অবস্থাটা এখন হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, আমার ঘৃণা করার জন্য নতুন লোক চাই। পুরনো যাঁরা ছিলেন, তাঁরা তো আমার ফ্যান হয়ে গিয়েছেন।’ নেটিজনদের একাংশও সেই ভিডিয়ো টুইট করতে থাকেন। ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিয়ো। বিজেপির সমর্থক অনেকে আবার টিপ্পনি কেটে বলেছেন, কংগ্রেসের সভাপতিও বুঝতে পারছেন যে লোকসভা নির্বাচনে বিপুল জয় পাবে বিজেপি।

তাঁরা যে আশা করছেন, সেটা পূরণ হবে কিনা, তা সময়ই বলবে। তবে এবার যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ৪০০টি আসনের লক্ষ্যে নামছে, তা আগেই ‘হিন্দুস্তান টাইমস’-কে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন গেরুয়া শিবিরের শীর্ষনেতারা। গত বছর নভেম্বরে ‘হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট’-র মঞ্চ থেকে গোয়েল বলেছিলেন যে এবার লোকসভা নির্বাচনে এনডিএ জোটের আসন সংখ্যা ৪০০-র পেরিয়ে যেতে পারে। তিনি বলেছিলেন, ‘এটা (আসন সংখ্যা ৪০০ পেরিয়ে যাওয়ার) হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এটা মোটেও তেমন কঠিন বিষয় নয়।’

আরও পড়ুন: Rahul on INDIA alliance: ‘একসঙ্গে লড়বে INDIA’, বাংলায় এসে মমতার রাগ ভাঙানোর চেষ্টায় রাহুল? পাশেই ‘ভিলেন’

উল্লেখ্য, স্বাধীন ভারতে একমাত্র কংগ্রেসই ৪০০টির বেশি আসন জিতেছিল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ৩৫৩টি আসনে জয়লাভ করেছিল। বিজেপিই এককভাবে ৩০৩টি আসন জিতেছিল। আর বিজেপি নেতাদের দাবি, গত ১০ বছরে মোদী সরকার যে কাজ করেছে, তাতে পদ্মফুলের সামনে দাঁড়াতেই পারবে না বিরোধীদের ইন্ডিয়া জোট। দেশের মানুষ বিজেপিকে ৪০০-র ম্যাজিকাল ফিগার পার করিয়ে দেবেন।

আরও পড়ুন: Mamata Banerjee: বিড়ি বাঁধতে জানেই না…বাংলায় এল আমায় বলল না, ৪০ আসন জিততে পারবে? মমতার নিশানায় কে?