Russian Tourists Cleaning Beach: রাশিয়ান পর্যটকরা এসে পরিষ্কার করছেন কোচির সমুদ্র সৈকত, ভাইরাল ভিডিয়ো

কেরালার বিখ্যাত ফোর্ট কোচি বিচ, দেশের অন্যতম পর্যটন কেন্দ্র, তার এমন বেহাল দশা! চারিদিকে ছড়িয়ে পড়ে রয়েছে কালো প্লাস্টিকের ব্যাগ। ঘুরতে এসে রীতিমত বিরক্ত হয়ে সমুদ্র সৈকত পরিষ্কার করছেন রাশিয়ান পর্যটকরা। এমনই একটি ভাইরাল ভিডিয়ো এই মুহূর্তে আলোড়ন সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়।

পর্যটকদের পরিষ্কার করতে সাহায্য করছিলেন অল কেরালা ট্যুর গাইডস অ্যাসোসিয়েশনের সভাপতি সি সতীশ। সম্প্রতি, @murali772 নামক এক্স প্ল্যাটফর্মের একটি হ্যান্ডেল থেকে ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে। ভিডিয়োতে দেখা গেছে, বিদেশি পর্যটকরা – রাশিয়ান মহিলারা – সৈকতের চারপাশে ছড়িয়ে থাকা আবর্জনা সংগ্রহ করছেন এবং কালো ব্যাগে করে সেগুলি ফেলে দিচ্ছেন। পাশে এক টন কালো আবর্জনার ব্যাগ জমা হয়েছে। এটাও জানা গিয়েছে, যে কোচিন হেরিটেজ কনজারভেশন সোসাইটিকে সৈকত পরিচ্ছন্নতার প্রচেষ্টার তদারকি করার দায়িত্ব দেওয়া হয়েছিল। ভিডিয়োটি প্রমাণ করে যে কার্যকরভাবে সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তাঁরা। নেটিজেনরাও ক্ষুব্ধ হয়ে এমন অবহেলার জন্য সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।

  • নেটিজেনদের প্রতিক্রিয়া

একজন ব্যবহারকারী বলেছেন, ‘লজ্জাজনক!! ফোর্ট কোচি সৈকতে অপরিচ্ছন্নতায় বিরক্ত হয়ে রাশিয়া থেকে আসা একদল পর্যটক নিজেরাই সৈকত পরিষ্কার করতে শুরু করেছে। স্থানীয় এক ব্যক্তি তাঁদের আবর্জনার ব্যাগ কিনতে সাহায্য করেছিল ঠিকই, কিন্তু স্থানীয় কাউন্সিলর ভর্তি ব্যাগগুলিও সরাতে রাজি হননি!’ অন্য এক ক্ষুব্ধ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দাবি করেছেন, ‘ভারতীয়রা নোংরা, নোংরা। যে কোনও মন্দিরে যান, নোংরা দেখতে পাবেন। কিন্তু আপনি যদি কোনও বৌদ্ধ বিহারে যান তবে দেখবেন, বেশ আনন্দদায়ক পরিচ্ছন্ন পরিবেশ। আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশগুলোই আমরা যত্নে রাখতে পারি না।’ বলতে গেলে প্রত্যেক নেটিজেনই অনলাইনে নিজেদের হতাশা প্রকাশ করেছেন। অন্য একজন নেটিজেন বলেছেন, ‘এটি একেবারেই সত্য। ভারতীয় পর্যটকরা যে পরিমাণ প্লাস্টিক নিক্ষেপ করে তা দেখে আমি সর্বদাই আতঙ্কিত থাকি। সচেতনতা শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।’

দেশের অন্যতম সমুদ্র সৈকতে এসে বিদেশি পর্যটকদের এমন বেহাল দশা যথেষ্ট ভাবিয়েছে কর্তৃপক্ষকে। এই ঘটনার প্রতিক্রিয়ায়, পর্যটন বিভাগ সৈকতের বর্তমান অবস্থা মূল্যায়নের জন্য কর্মকর্তাদের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। উল্লেখ্য, স্বচ্ছ ভারতের আওতায় বিভিন্ন শহরগুলিকে রেট দেওয়া হয়। যেভাবে ভাইরাল হয়েছে কোচির এই ছবি, তাতে তাদের যে পরের বার রেটিং খুব ভালো হবে না, তা কার্যত হলফ করে বলাই যায়।