Suvendu vs Mamata: ‘বাজার খুব খারাপ’, মমতার ধরনাকে নাটক বলে কটাক্ষ শুভেন্দুর

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে কলকাতার রেড রোডে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনাকে ‘নাটক’ বলে কাটক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বললেন, বকেয়া বৈধ হলে আদালতে যাচ্ছেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায়?

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুবাবু বলেন, ‘এসব নাটকবাজি করে আর লাভ হবে না। ১০০ দিনের টাকা নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলে দিয়েছে যে কে চোর আর প্রকৃত প্রাপক সনাক্ত করবে ৪ জন। CAG, প্রিন্সিপাল অ্যাকাউন্টস অফিসার, রাজ্য সরকারের একজন প্রতিনিধি ও কেন্দ্রীয় সরকারের একজন প্রতিনিধি। আমরা তো চাইব যত তাড়াতাড়ি সম্ভব দুধ থেকে জল বার করে অভিযুক্তদের গ্রেফতার করুন। সিবিআইয়ের হাতে তুলে দিন। আর বাকি লোকের পাওনা থাকলে দিয়ে দিন। ভোটের জন্য এসব ড্রামাবাজি করছে। কারণ কোচবিহার থেকে ভাতজংলা পর্যন্ত হেঁটে দেখেছেন, বাজার খুব খারাপ’।

বিকাশবাবু বলেন, ‘হিসাব করতে হবে কততম ধরনা তিনি করলেন, কতবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, তার হিসাবটা দরকার। কেন্দ্রের থেকে বারবার বলছে টাকার হিসাব দিতে পারছো না, দুর্নীতি হয়েছে। সেই অভিযোগের জবাব না দিয়ে বা আদালতে না গিয়ে তিনি ধরনা দিয়ে পশ্চিমবঙ্গের আরও সর্বনাশ করছেন’।

কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারকে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে শুক্রবার থেকে ৪৮ ঘণ্টার ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফে জানানো হয়েছে, মমতার পর এই ধরনা চালিয়ে নিয়ে যাবেন অন্য তৃণমূল নেতারা। ওদিকে মমতা ধরনায় বসার কিছুক্ষণ আগে রাজ্যকে জল জীবন মিশনের অধীনে ১ হাজার কোটি টাকা দেওয়ার কথা জানায় মোদী সরকার।