WB Chief Secretary: রাজ্যের মুখ্য়সচিবকে দিল্লিতে ডেকে পাঠাল কমিশন, যেতে হবে বাজেটের দিনই, কেন?

রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা। যেদিন রাজ্য বিধানসভার বাজেট পেশ করা হবে সেদিনই রাজ্যের মুখ্য়সচিবকে দিল্লিতে তলব করল ওবিসি কমিশন। আগামী ৮ফেব্রুয়ারি দিল্লিতে ওবিসি কমিশনের অফিসে ডাকা হয়েছে রাজ্যের মুখ্যসচিবকে। কিন্তু কী এমন হল যে রাজ্য়ের মুখ্যসচিবকে ডাকা হল দিল্লিতে? 

আসলে গত ৬ সেপ্টেম্বর রাজ্য় সরকার অন্তত ৮৭টি জাতিকে অনগ্রসর শ্রেণি বা ওবিসি হিসাবে তালিকাভুক্ত করেছিল। এদিকে ওবিসি কমিশন বিষয়টি জানতে পেরে সেই শ্রেণির ব্যাপারে কিছু তথ্য় চেয়েছিল। কিন্তু সেই সংক্রান্ত যথাযথ তথ্য় ওবিসি কমিশনের কাছে যায়নি বলে খবর। এরপরই একেবারে রাজ্যের মুখ্যসচিবকে তলব করা হয়। 

কমিশনের তরফে বলা হয়েছে অনেকদিন কেটে গিয়েছে। কিন্তু ওই তালিকা সংক্রান্ত তথ্য় মেলেনি। মূলত যাদের কথা ওই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল তাদের শিক্ষাগত অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল কমিশনের তরফে। তাদের আর্থ সামাজিক অবস্থা সম্পর্কেও জানতে চাওয়া হয়েছিল। কিন্তু রাজ্য সরকারের তরফে এসব নিয়ে উপযুক্ত তথ্য় দেওয়া হয়নি বলে অভিযোগ। তার জেরে একেবারে মুখ্যসচিবকেই ডেকে পাঠানো হল। কিন্তু বাজেটের দিনই ডেকে পাঠানো হয়েছে নতুন মুখ্য়সচিবকে। সেক্ষেত্রে তিনি সেদিন যাবেন কি না তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে।

তবে সূত্রের খবর, যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় মুখ্যসচিব পদে ছিলেন না আরআর গোপালিকা। সেই সময় তিনি অন্য়পদে ছিলেন। কিন্তু বর্তমানে তিনিই যেহেতু মুখ্যসচিব পদে রয়েছেন সেকারণে তাঁকে ডাকা হয়েছে দিল্লিতে। তিনি সেই ডাকে সাড়া দেন কি না সেটাই এবার দেখার।