মিলবে, তবে মেটাতে হবে না! জিরো বিল পলিসি চালু রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে

দক্ষিণবঙ্গের কয়েকটি হাসপাতালে ইতিমধ্যে চালু হয়েছে শূন্য বিল পলিসি। এবার তা চালু হল উত্তরবঙ্গের হাসপাতালে। শনিবার জলপাইগুড়ি রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে অনুষ্ঠানিক ভাবে চালু হল এই শূন্য বিল পরিষেবা। 

রাজগঞ্জ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির উদ্যোগে এই পরিষেবা অনুষ্ঠানিক উদ্বোধন হল শনিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট ডাঃ সুশান্ত রায়, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া সরকার, ব্লক স্বাস্থ্য আধিকারিক রাহুল রায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। 

কী এই শূন্য বিল পরিষেবা?

হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় রোগীকে ডিসচার্জ সার্টিফিকেটের সঙ্গে একটি বিলও দেওয়া হবে। সেই বিলে লেখা থাকবে হাসপাতালে কোন পরিষেবার জন্য কত খরচ হল।  রোগীর হাতে সেই বিল দেওয়া হলেও, বিলের টাকা মেটাতে হবে না তাঁকে। সেই টাকা মেটাবে রাজ্য সরকারই। এর মাধ্যমে রোগীরা জানতে পারবেন, বিনামূল্যে তিনি পরিষেবা পেলেও সরকার তার জন্য কত টাকা খরচ করল। 

পড়ুন। এবার এআই’‌কে দিয়ে লোকসভা নির্বাচনে নজরদারি করা হবে, ভাবনা নির্বাচন কমিশনের

এগিয়ে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল

শনিবার এই পরিষেবার উদ্বোধন করে মেডিক্যাল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট ডাঃ সুশান্ত রায় জানান, উত্তরবঙ্গের কোনও হাসপাতালে এই প্রথম শূন্য বিল পরিষেবা বা জিরো বিল পলিসি চালু হল। উত্তরবঙ্গের রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল গত কয়েক বছরে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে রয়েছে। তাই এই হাসপাতাল থেকে পরিষেবা সূচনা হল। আগামী দিনে উত্তরবঙ্গের আরও হাসপাতালকে পথ দেখাবে রাজগঞ্জ। 

জানা গিয়েছে উত্তরবঙ্গের আরও একাধিক হাসপাতালে জিরো ব্যালেন্স বিল দেওয়া হবে। এদিন পরিষেবা উদ্বোধনের পর ডিসচার্জ পাওয়া রোগীদের হাতে বিল এবং গাছের চারা তুলে দেওয়া হয়। 

এই উদ্যোগকে ভোটের প্রচার বলে মনে করছে বিরোধীরা। জেলা বিজেপির এক নেতার কথায়, হাসপাতালে খরচ তো আর সরকার পকেট থেকে দেয় না। জনগণের করের টাকাতেই দেয়। সে কারণে বিনামূল্যে হাসপাতালে পরিষেবা দেওয়া সম্ভব হয়। এ ভাবে জানানো আসলে আসন্ন লোকসভা ভোটের প্রচার।