Bharat Ratna:‘এটি শুধু আমার জন্য নয়, আমার আদর্শ, নীতির প্রতিও সম্মান’, ‘ভারতরত্ন’ প্রাপ্তির ঘোষণার পর বললেন আডবানি

বিজেপির দলীয় রাজনীতিতে তিনি মার্গদর্শী হিসাবে পরিচিত। জাতীয় রাজনীতিতে তিনি ‘লৌহপুরুষ’। সেই লালকৃষ্ণ আডবানিকে এবার ভাররত্ন সম্মানে সম্মানিত করতে চলেছে কেন্দ্র। এদিনিই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণা করেন। মোদীর ঘোষণার পরই এই সম্মান প্রাপ্তি নিয়ে প্রতিক্রিয়া দেন লালকৃষ্ণ আডবানি। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘এই সম্মান শুধু আমার জন্যই নয়, আমার আদর্শ, নীতির প্রতিও এটি সম্মানের।’ 

২০২৪ সালের জানুয়ারির ২২ তারিখে উত্তর প্রদেশের অযোধ্যায় রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠা সমারোহ সম্পন্ন হয়। সেখানে যদিও উপস্থিত ছিলেন না লালকৃষ্ণ আডবানি, তবে নব্বইয়ের দশকের প্রথমের সালগুলোয় যদি ফিরে যাওয়া যায়, তাহলে উঠে আসে জাতীয় রাজনীতির আঙিনায় রামমন্দির প্রতিষ্ঠার দাবিতে আডবানির রাম-রথযাত্রার প্রসঙ্গ। ভারতের রাজনীতির এক অগ্নিগর্ভ সময়ে বিজেপির রামমন্দির আন্দোলনের অন্যতম মুখ হয়েছিলেন লালকৃষ্ণ আডবানি। আর ২০২৪ সালে সেই রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা উৎসবের পরের মাসেই ঘোষিত হয়েছে, ভারতরত্ন পেতে চলেছেন দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানি। এই সম্মানের ঘোষণার খবর আসতেই তাঁর কৃতজ্ঞতা জানিয়ে লালকৃষ্ণ আডবানি বলেন, ‘যখন থেকে আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছি… আমি কেবলমাত্র একটি জিনিসেরই প্রতিদান চেয়েছি – আমার প্রিয় দেশের জন্য নিবেদিত থেকে এবং নিঃস্বার্থ সেবা করার জন্য জীবনে যা আমাকে অর্পণ করা হয়েছে, তা যেন করতে পারি।’ তাঁর তরফে আসা এক বিবৃতিতে লালকৃষ্ণ আডবানি বলেন, ‘অত্যন্ত বিনয় ও কৃতজ্ঞতার সাথে, আমি আজ আমাকে যে ‘ভারতরত্ন’ প্রদান করা হয়েছে তা গ্রহণ করছি।’ এরইসঙ্গে তিনি বলেন, ‘ একজন ব্যক্তি হিসাবে এটি কেবল আমার জন্যই সম্মানের বিষয় নয়, বরং সেই আদর্শ এবং নীতিগুলির জন্যও যা আমি আমার সর্বোত্তম সামর্থ্য অনুযায়ী সারা জীবন পরিবেশন করার জন্য চেষ্টা করেছি…।’

এর আগে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, ‘আমি এটা জানাতে পেরে খুবই আনন্দিত যে শ্রী এল কে আডবানিজিকে ভারতরত্ন প্রদান করা হবে। আমি তার সাথেও কথা বলেছি এবং তাকে এই সম্মানে ভূষিত করার জন্য অভিনন্দন জানিয়েছি ।’ এরপরই লালকৃষ্ণ আডবানি এই সম্মান প্রাপ্তি নিয়ে বিবৃতিতে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। নব্বই-উর্ধ এই বর্ষীয়ান নেতার ভূয়সী প্রশংসা আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফেও। দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী থাকাকালীন ও দেশের উপপ্রধানমন্ত্রী থাকাকালীন লালকৃষ্ণ আডবানির অবদানের কথা তুলে ধরেন মোদী।