CPIM on Mamata announcement: নারেগায় শ্রমিক ১.৪ কোটি, কেন ২১ লক্ষ? উঠছে প্রশ্ন, বামেরা বলছে, এতদিন কেন দেননি?

আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে ২১ লক্ষ ১০০ দিনের জব কার্ড হোল্ডারদের বকেয়া টাকা দিয়ে দেবে রাজ্য সরকার, শনিবার ধর্না মঞ্চ থেকে ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই ঘোষণাকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতির তাঁর এই ঘোষণাকে স্বাগত জানিয়ে প্রশ্ন তুলছে, কেন শুধু ২১ লক্ষ শ্রমিক? সংস্থার দাবি অনুযায়ী, পশ্চিমবঙ্গে নারেগা (১০০ দিনের কাজ প্রকল্পের সংক্ষিপ্ত নাম) শ্রমিকের সংখ্যা ১ কোটি ৪০ লক্ষ।  ২৮ জানুয়ারি ২০২৪-এর হিসাব অনুযায়ী রাজ্যে মোট ৯২.৬ লক্ষ পরিবারের কাছে জব কার্ড আছে। সংস্থাটির প্রশ্ন তাহলে মুখ্যমন্ত্রী কীসের বিচারে ২১ লক্ষ নারেগা শ্রমিককে বেছে নিলেন? 

প্রসঙ্গত, নারেগা শ্রমিকদের বকেয়া টাকা নিয়ে আদালতে যে দুটি জনস্বার্থ মামলা হয়েছে। তার মধ্যে একটি করেছেন শুভেন্দু অধিকারী। যে মামলায় আসল-নকল জবকার্জ হোল্ডার বাছতে সিবিআই তদন্ত চেয়েছিলেন বিরোধী দলনেতা। বকেয়া টাকা দাবি করে অন্য একটি মামলা করে ক্ষেত মজুর সমিতি। মামলায় বিচারপতি প্রকৃত নারেগা শ্রমিকদের চিহ্নিতকরণে চারজনের একটি কমিটি গঠনের করেন। এই মামলার আগামী শুনানি রয়েছে ৮ ফেব্রুয়ারি। ওই শুনিতেই কমিটি কার্যকালের মেয়াদ ঠিক করা হবে। তার আগে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় সংগঠন কিছুটা বিস্ময় প্রকাশ করেছে। তাদের দাবি, মৌখিক ঘোষণায় আটকে না রেখে এফিটডেপিটের মাধ্যমে কলকাতায় হাইকোর্টে দাখিল করা হোক। 

পড়ুন। বকেয়া মেটাবে রাজ্য, টাকার সোর্স নিয়ে কটাক্ষ শুভেন্দুর

অন্য দিক সিপিএম মনে করছে রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এই ঘোষণা করা হয়েছে। এত কেন ঘোষণা করা হল না। ঠিক লোকসভা ভোটের আগেই কেন ঘোষণা করা হল। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘এতদিন কেন দেননি? ভোটের জন্য টাকা দেওয়ার ব্যবস্থা করলেন।’ তিনি বলেন, রাজ্য সরকার দীর্ঘদিন ধরে কেন্দ্রের বিরুদ্ধে টাকা আটকে রাখার অভিযোগ তুলছে। টাকা আদায়ের দাবি জানিয়ে আদালতে যাচ্ছে না কেন?

এক সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে আঙুল তুলে বামেদের দাবি, এত তদন্ত হলো, তার রিপোর্ট কোথায় গেল? কেন্দ্রীয় সরকার কেন রিপোর্ট পেশ করছে না। দুপক্ষ যদি শ্বেতপত্র প্রকাশ করত তবে মানুষ বুঝতে পারত ঠিক কোন জায়গায় সমস্যা রয়েছে। 

পড়ুন।‘‌একশো দিনের বকেয়া টাকা দেবে রাজ্য সরকার’‌, তারিখ দিয়ে বড় ঘোষণা করলেন মমতা