Fake viral message: ‘আধার কার্ড থাকলেই ২ শতাংশ সুদে পাবেন ঋণ’-একদম বিশ্বাস করবেন না এই মেসেজ

বর্তমানের অগ্রগতির যুগে ইন্টারনেট, প্রযুক্তি নিয়মিত ভাবে আপডেট হচ্ছে। এর মাঝেই প্রতারকরা তাদের প্রতারণার ধরনও পরিবর্তিত করেছে, নিজেদের প্রতারণার ধরনের আনছে নানান কৌশল। ইন্টারনেটের যুগে মানুষ খুব সহজেই নানান প্রতারণা সম্পর্কে জেনে সাবধানতা অবলম্বন করলেও, প্রতারকদের নিত্য নতুন কৌশলের ফাঁদে পড়েছেন অনেক জনসাধারণ। বর্তমানে একটি নতুন উপায়ে জনসাধারণকে বোকা বানানোর চেষ্টা করছে প্রতার

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral Message) হয়েছে একটি মেসেজের স্ক্রিনশট। মেসেজে লেখা রয়েছে – ‘আধার কার্ড (Aadhaar Card) থাকলেই সুবর্ণ সুযোগ ! বছরে মাত্র ২ শতাংশ সুদে নিতে পারবেন ঋণ।’ অনেকে প্রথমে ব্যাপারটিকে সত্যি মনে করলেও, পরে সর্ষের মধ্যে থেকে বেরিয়ে আসে ভূত। জানা যায় যে লোকদের অ্যাকাউন্ট থেকে টাকা ভ্যানিশ করার নতুন একটি কৌশল উদ্ভাবন করেছে প্রতারকরা। 

প্রেস ইনফরমেশন ব্যুরো এই বিষয় সচেতন করেছে জনসাধারণকে, যে এরকম কোনো স্কিম বাজারে উপলব্ধ নেই। এমনকি প্রতারকরা ভুয়ো স্কিমটিকে জনসাধারণের কাছে বিশ্বাস যোগ্য করে তোলার জন্য ব্যবহার করছেন প্রধানমন্ত্রী যোজনা কথা। প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)  আরও যোগ করন যে, প্রধানমন্ত্রী যোজনায় এরকম কোনও স্কিম নেই যেখানে  আধার কার্ড এর মাধ্যমে, বার্ষিক ২ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে। এক্স হ্যান্ডেলে পিআইবি স্পষ্ট ভাবে লিখেছে যে, ‘দয়া করে এই ধরনের ভুয়ো বার্তা শেয়ার করবেন না। এর মাধ্যমে আপনার ব্যক্তিগত তথ্য চুরির চেষ্টাও হতে পারে।’

আপনার কাছে যদি এই ধরনের কোনও সন্দেহজনক মেসেজ আসে, তাহলে তার সত্যতা জানতে আপনি প্রেস ইনফরমেশন ব্যুরোর অফিশিয়াল লিঙ্ক https://factcheck.pib.gov.in/ চেক করে নিতে পারেন। এরকম স্ক্যামের হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখার সবচেয়ে ভাল উপায় হল অপরিচিত কোনও নম্বর থেকে আসা মেসেজের উপর বিশ্বাস না করা এবং এরকম ধরনের মেসেজ থেকে নিজেদের দূরে রাখা।