Suvendu Adhikari on NREGA wage: বকেয়া মেটাবে রাজ্য, টাকার সোর্স নিয়ে কটাক্ষ শুভেন্দুর

কেন্দ্রের বকেয়ার দাবিতে রেড রোডে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধর্না মঞ্চ থেকে শনিবার তিনি জানিয়েছেন, ২১ ফেব্রুয়ারির মধ্যে ২১ লক্ষ শ্রমিককে তাঁদের ১০০ দিনের কাজের টাকা দেবেন।  মুখ্যমন্ত্রী এই ঘোষণা ‘ভাল’ বলেও টাকার সোর্স নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

এদিন সাংবাদিকদের তিনি বলেন, ‘ভাল তো মদ বিক্রির টাকা আছে দিন না। আমরা তো টাকা ঢোকানোর বিরোধী নই। কিন্তু চোরেদের জেলে যাওয়ার পক্ষে আমরা।’ টাকার জোগান নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দু অধিকারী বলেন, ‘ডিয়ার লটারি থেকে পাওয়া টাকা মদ বেচার টাকা থেকে এই টাকা দেওয়া হবে। সম্প্রতি ডিয়ার লটারির একটি অডিয়ো ক্লিপ বলা হচ্ছে প্রতিমাসে ৩৫০ থেকে ৪০০ কোটি টাকা যোগান দেয় রাজ্যকে। ’ মদ বিক্রি থেকে আয় নিয়ে শুভেন্দু বলেন, ‘এখন তো অষ্টমীর দিনও মদ বিক্রি হচ্ছে। রাজ্যে ২৯ হাজার মদের দোকান আছে সেখানকার আয়ের টাকা দেওয়া হবে।’

১০০ দিনের কাজ-সহ একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র, এই দাবি দীর্ঘদিন ধরে করে আসছে রাজ্য। একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিষয়টি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠকও করেছেন। সর্বশেষ বৈঠক হয় গত জানুয়ারি মাসে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য একটি যৌথ কমিটি তৈরি করার কথাও বলা হয়। কিন্তু তার পর বকেয়া টাকা আসেনি রাজ্য কোষাগারে। 

পডুন।  ‘‌একশো দিনের বকেয়া টাকা দেবে রাজ্য সরকার’‌, তারিখ দিয়ে বড় ঘোষণা করলেন মমতা

শুধু সরকারের পক্ষ থেকে নয়, শাসকদলের পক্ষ থেকে বকেয়া টাকার জন্য দাবি আন্দোলন চালানো হচ্ছে। গত বছর দিল্লিতে গিয়ে ধর্নাও দেয় তৃণমূল। পরে রাজভবনের সামনে ধর্নায় বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেও বকেয়া টাকা মেলেনি। কেন্দ্রের যুক্তি, টাকা কোথায় কী ভাবে খরচ হয়েছে তার হিসাব পরিষ্কার নয়। সে কারণেই টাকা আটকে হয়েছে বলে কেন্দ্রে যুক্তি।

সম্প্রতি ক্যাগের রিপোর্ট নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। যদিও সেই রিপোর্ট বিভ্রান্তকর বলে প্রধানমন্ত্রীকেও চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে রেড রোডে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধর্না মঞ্চ থেকেই টাকা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু বলেন, ‘আসলে সামনে লোকসভা ভোট, তাই টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এত কিছু করেও লোকসভা ভোটে জিততে পারবে না তৃণমূল। ’