Yashasvi Jaiswal Scored Double century third youngest man to score a double century for india

IND vs ENG 2nd Test Day 2 : দ্বিশতরানের ঝকঝকে ইনিংস খেলে সারা বিশ্বের নজর কেড়ে নিলেন যশস্বী জয়সওয়াল। টেস্ট ক্রিকেটে জীবনের প্রথম দ্বিশতরান করলেন যশস্বী (Yashasvi Jaiswal)। তাঁর ব্যটে ভরসা করেই বিশাখাপত্তনমে ভারতীয় দল ৪০০র দোরগোড়ায় পৌঁছে যায়।  প্রথম ইনিংসে ৩৯৬ রান করে ভারত। 

যশস্বীর রেকর্ড

বয়স মাত্র ২২ বছর ৩৭ দিন । তিনিই একা কুম্ভ হয়ে ব্রিটিশবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে রক্ষা করলেন ভারতের গড়। তিনি  যশস্বী জয়সওয়াল। টেস্টে দ্বিশতরান করে রোহিতবাহিনীকে অক্সিজেন জোগালেন তরুণ যশস্বী। তিনি এখন টেস্টে ভারতের হয়ে ডাবল সেঞ্চুরি করা তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড়। বিনোদ কাম্বলি ২২ বছর হওয়ার আগেই দুটি ডাবল সেঞ্চুরি করেছিলেন । ১৯৯৩ সালে ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে ২১ বছর ৩২ দিন বয়সে  তাঁর প্রথম দ্বিশতরানটি করেছিলেন। ২১ বছর এবং ২৭৭ দিন গাওস্কর ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিশতরান করেছিলেন। তার পরেই রইল যশস্বীর নাম। এতটাই ঝকঝকে ছিল তাঁর ব্যাটিং, বিপক্ষের খেলোয়াড়রাও তাঁর তারিফ করে গেলেন।  ১৯ বছর ১৪০ দিন বয়সে কনিষ্ঠতম হিসাবে দ্বিশতরান করেছিলেন পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ।  

আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, ইনিংসে একটা ডাবল সেঞ্চুরি থাকা সত্ত্বেও মোট রানের পরিমানের দিক থেকে দেখতে গেলে এটি বিশ্বের চতুর্থ সর্বনিম্ন। এর আগে ২০০৮ এ গালেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সহবাগ ২০১ রান করলেও ভারতের ইনিংস শেষ হয়েছিল ৩২৯ রানে। 

যশস্বীর করা মোট রানের মধ্যে ১৯২ রান করেছেন স্পিনারদের খেলে। ২০০২ সাল থেকে পরিসংখ্যান দেখলে দেখা যাবে ২০১৬ সালে করুণ নাইয়ার শুধুমাত্র এত রান করতে পেরেছিলেন স্পিন বলে খেলে। সেটাও ইংল্যান্ডের বিরুদ্ধে।  সেবার ৩০৩ রান করে অপরাজিত ছিলেন তিনি। 

ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচেই নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটান যশস্বী জয়সওয়াল । তরুণ ব্যাটার ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পর এক অনবদ্য আইপিএল মরসুম শেষে জাতীয় দলে ডাক পান। প্রতিভাবান তরুণ ক্রিকেটার নিজের অভিষেক ম্যাচে কেমন পারফর্ম করেন, সেইদিকে অনেকেই তাকিয়ে ছিলেন। সমর্থকদের হতাশ করেননি যশস্বী। ১৭তম ভারতীয় ক্রিকেটার হিসাবে নিজের অভিষেক টেস্টে শতরান হাঁকান যশস্বী।         

আরও পড়ুন :                     

৩৯৬ রানে অল-আউট ভারত, ভাল শুরু ইংল্যান্ডের

আরও দেখুন