YouTuber MrBeast: এক হাজার অন্ধ মানুষকে আর্থিক সাহায্য, অথচ নিজেই চোখের সমস্যায় ভুগছেন জানতেন না MrBeast

জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট। প্রায় এক হাজার দৃষ্টি-প্রতিবন্ধী ব্যক্তিকে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে সাহায্য করেছেন তিনি। জনপ্রিয় ইউটিউবার জানিয়েছেন, এক সময় চক্ষুর দৃষ্টিশক্তির সমস্যায় ভুগেছেন।

জিমি ডোনাল্ডসন যাঁর ইউটিউব চ্যানেলের নাম ‘MrBeast’। ২৩৬ মিলিয়নের বেশি মানুষ তাঁকে ফলো করেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি জানিয়েছেন, এক সময় ‘খুব ঝাপসা’ দেখতাম, চোখ ছোট ছোট করে পরিষ্কার দেখতে পেতাম। ইউটিউবার জানিয়েছেন, সম্প্রতি ‘চোখ পরীক্ষা করিয়েছেন’ এবং তিনি দৃষ্টিকোণের সমস্যায় আক্রান্ত। আরও পড়ুন: বক্স অফিসের পর ব্যালট বক্স, রাজনীতির আঙিনায় পা দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের, গড়লেন নিজের দল

পোস্টে তিনি জানিয়েছেন, ‘এটা বোকা বোকা শোনাতে পারে, তবে আমি ভাবতাম দূরের জিনিসগুলো স্বাভাবিক ভাবেই ঝাপসা দেখায়।চেকআপ করানোর পরই বুঝলাম চোখে সমস্যা দেখা দিয়েছে। এরপরই লেন্স ব্যবহার করা শুরু করি। দারুণ লাগছে। আমার দৃষ্টিশক্তি তিনগুণ ভালো হয়ে গিয়েছে। আর দেখায় কোনও সমস্য নেই, এবার স্বাভাবিক ভাবেই চোখ খুলতে পারি’। আরও পড়ুন: তৃতীয় বিবাহবার্ষিকীতে গেলেন কেরল, কেমন ঘুরছেন ইমন-নীলাঞ্জন

নিজের পুরনো ভিডিয়ো নিয়ে মজার ছলে ইউটিউবার জানিয়েছেন, এক হাজার জন মানুষের চোখের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করেছিলেন তিনি। ইউটিউবার বলেছেন, ‘এই ভিডিয়োতে আমার নিজেকে সাহায্য করা উচিত ছিল’। আরও পড়ুন: চার বছর পরে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ফিরল, মুকুট জিতলেন এই সুন্দরী

‘১০০০ ব্লাইন্ড পিপল সি ফর দ্য ফার্স্ট টাইম’ শিরোনামের ভিডিয়োটি গত বছরের জানুয়ারিতে পোস্ট করা হয়েছিল। মিঃ ডোনাল্ডসন দেখিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে এবং অন্যান্য দেশের এক হাজার লোককে তাঁদের চোখের অস্ত্রোপচারের জন্য অর্থিক সাহায্য করেছেন। ভিডিয়োতে দেখা গিয়েছে, রোগীরা ঝাপসা দৃষ্টির অভিযোগ করেছেন। চোখের লেন্স পরিষ্কার করার জন্য ছোটখাটো অস্ত্রোপচার করা হয়েছে।

জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর জনহিতকর ভিডিয়ো এবং সাহসী স্টান্টের জন্য পরিচিত। অতীতে, তিনি ‘১০০০ ডেফ পিপল হেয়ার ফর দ্য ফার্স্ট টাইম’ এবং ‘আই হেল্পড ২০০০ অ্যাম্পুটিস ওয়াক এগেইন’ শিরোনামের ভিডিয়ো তৈরি করেছেন।