আপনি চশমা পরে যেটা দেখেন, আমি তার চেয়ে ভালো দেখি: সাকিব

বিশ্বকাপ থেকেই ব্যাটিং নিয়ে ভুগছেন সাকিব আল হাসান। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলেও একই পরিণতি। বেশ কিছু ম্যাচ তো ব্যাটিংই করেননি। আর যে কয় ম্যাচে করেছেন, সেখানে ব্যাটিং অর্ডার ছিল নিচের দিকে। এখন পর্যন্ত ৫ ম্যাচে ব্যাটিং করে তার রান ৪! মূলত চোখের সমস্যার কারণেই তার এই অবস্থা!

যদিও বিষয়টি স্বীকার করলেন না বাঁহাতি এই অলরাউন্ডার। উল্টো সংবাদ সম্মেলনে সাংবাদিককে খোঁচা মেরে কথা বলেছেন।

সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ শেষে শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে সংবাদ সম্মেলনে বিতর্কিত মন্তব্য করেন রংপুর রাইডার্সের এই অলরাউন্ডার। চোখের সমস্যা নিয়ে প্রশ্ন করতেই সংবাদকর্মীকে পাল্টা প্রশ্ন করেন সাকিব, ‘আপনাকে কে বলেছেন চোখের সমস্যা?’

একটু পর সাংবাদিককে খোঁচা দিয়ে সাকিব আরও বলেন, ‘এই যে বারবার চোখ চোখ চোখ করছেন, চোখের কোনও সমস্যা নেই। আপনি চশমা পরে যেটা দেখেন, আমি তার চেয়ে ভালো দেখি।’ 

ঠিকঠাক ব্যাটিং করতে না পারায় হতাশা সাকিবের কণ্ঠে। অলরাউন্ডার হলেও কেবল বোলার হিসেবেই অবদান রাখতে পারছেন তিনি। এই নিয়ে কিছুটা হতাশ ঝরলো সাকিবের কণ্ঠে, ‘বিষয়টা হচ্ছে জীবনে কখনও এমন করিনি। এ রকম একটা সাইড দিয়ে খেলতে হয়েছে, এমন কখনও হয়নি। অবশ্যই রংপুরের জন্য আমার অনুভূতি হচ্ছে, কারণ তারা আমাকে যে আশা নিয়ে দলে নিয়েছে, আমি তার অর্ধেক করতে পারছি, অর্ধেক পারছি না।’

সাকিব আরও বলেন, ‘তারপরও তারা আমাকে যেভাবে সাপোর্টটা দিচ্ছে, সে জন্য তাদের ধন্যবাদ দিতেই হবে। এ রকম একটা ফ্র্যাঞ্চাইজিতে খেলতে পেরে আমি গর্বিত। কারণ, তারা যেভাবে যত্ন করেছে আমাকে, এই সময়ে, আমার অবস্থানটা যেভাবে বুঝেছে এবং যেভাবে নিয়ন্ত্রণ করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আমার আর কিছু বলার নেই।’

ব্যাট হাতে নিজের হারানো ফর্ম পেতে মরিয়া হয়ে কাজ করে যাচ্ছেন। দলের বিশ্রামের দিনও অনুশীলন চালিয়ে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বিপিএলে তিন ম্যাচে ব্যাট করে চার রানের বেশি করতে পারেননি, এরপর আর ব্যাটিংয়েই নামছেন না। রংপুর তাকে বোলার হিসেবেই খেলাচ্ছে।