ওসমানী মেডিক্যালে অনলাইনে রোগী নিবন্ধন প্রক্রিয়া শুরু

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে অনলাইনে রোগী নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার রাত ৮টা থেকে এই প্রক্রিয়া শুরু হয়। এর মাধ্যমে এখন থেকে ঘরে বসেই চিকিৎসকের শিডিউল নিতে পারবেন রোগীরা।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় হাসপাতালে ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তির মাধ্যমে দেশের মানুষের দোরগড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। এরই ধারাবাহিকতায় অনলাইন রোগী নিবন্ধন প্রক্রিয়া অ্যাপের পাইলট প্রকল্পের অ্যাপসটি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দিলাম। এর মাধ্যমে জনগণ বাড়িতে বসে হাসপাতালে স্বাস্থ্যসেবার জন্য নাম নিবন্ধন করতে পারবে। এতে সময় এবং অর্থ দুটোই বাঁচবে।

প্রতিমন্ত্রী বলেন, সিলেটের প্রবাসীরা নানাভাবে দেশের উন্নয়নে কাজ করছেন। তাদের পাঠানো রেমিট্যান্স আমাদের অন্যতম প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি। তবে প্রবাসীদের তথ্যপ্রযুক্তি খাতে আরও বেশি বিনিয়োগ করতে হবে। বর্তমান বিশ্ব তথ্যপ্রযুক্তিতে দ্রুত এগিয়ে যাচ্ছে। সবার সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে হলে এর কোনও বিকল্প নেই। আশার কথা, সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এ ব্যাপারে অত্যন্ত সচেতন মানুষ। তার হাত ধরে সিলেট স্মার্ট নগরী হিসেবে গড়ে উঠবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভুঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা প্রশাসক রাসেল হাসান, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হারুন অর রশীদ, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এবং ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. শিশির রঞ্জন চক্রবর্তী।