Bharat Mata Slogan Row: ‘ভারত মাতার জয়’ স্লোগানে গলা মেলাননি, তরুণীকে অনুষ্ঠান থেকে বের করলেন মন্ত্রী

কেরলের কোঝিকোড়েতে ডানপন্থী সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে এক দর্শকের ওপর বেজায় চটলেন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি। শনিবার কেরলে একটি যুব সম্মেলন হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি। সেই সম্মেলনে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান তোলেন আগতরা। তখন দর্শকদের মধ্যে এক তরুণী সেই স্লোগান দিচ্ছিলেন না। বিষয়টি নজরে পড়ে মীনাক্ষী লেখির। এরপর সেই দর্শককে সম্মেলন ছেড়ে বেরিয়ে যেতে বলেন কেন্দ্রীয় মন্ত্রী। মীনাক্ষী বলেন, ‘ভারতীয় হওয়ার মধ্যে যে গর্ববোধ করেন না, তার এই যুব সম্মেলনে থাকা উচিত না।’ পাশাপাশি সেই দর্শককে চুপ করে থাকার কারণ জিজ্ঞেস করেন মীনাক্ষী। মন্ত্রী প্রশ্ন করেন, ‘ভারত কি আপনার মা নয়?’ (আরও পড়ন: ছন্নছাড়া বিরোধী জোট, ‘৪০ আসন’ মন্তব্যের জবাবে মমতাকে নিয়ে বিস্ফোরক অধীর)

আরও পড়ুন: মলদ্বীপের বোটে ভারতীয় জওয়ান কেন? বিতর্কের মাঝে দিল্লিকে প্রশ্ন মুইজ্জু সরকারের

ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, দর্শকদের একাংশকে মন্ত্রী ভর্ৎসনা করছেন। ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে জোর না থাকার জেরেই নাকি দর্শকদের সেই অংশকে বকছিলেন মীনাক্ষী। জানা গিয়েছে, অনুষ্ঠানে নিজের বক্তৃতা শেষ করার পরে মীনাক্ষী লেখি সেখানকার দর্শকদের ‘ভারত মাতা কি জয়’ স্লোগান তুলতে বলেন। সেই সময় মন্ত্রী অভিযোগ করেন, দর্শকদের একটা অংশ থেকে জোর দিয়ে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান তোলা হচ্ছে না। এরপর তিনি হলুদ রঙের পোশাক পরে থাকা এক তরুণীকে দাঁড় করান এবং তাঁকে মীনাক্ষী বলেন, ‘আপনার যদি ভারত মারাত জয় লজ্জা লাগে, তাহলে এখানে থাকার প্রয়োজন নেই।’

মীনাক্ষী লেখি নিজের বক্তৃতা শেষ করে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান তোলেন এবং দর্শকদের একটা অংশের দিকে ফের নজর ঘোরান মন্ত্রী। এরপর মীনাক্ষী ফের বলেন, ‘আপনারা এখনও হাতজোড় করে বসে আছান। সমস্যা কোথায় বস? হলুদ পোশাক পরে থাকা তরুণাী। আপনাকে বলছি। আপনি অন্য দিকে তাকাচ্ছেন কেন? আমি আপনাকে সরাসরি একটা প্রশ্ন করতে চাই। ভারত কি আপনার মা নয়? আমার মনে হয়, আপনার এই সভাস্থল ছেড়ে চলে যাওয়া উচিত। যে ভারতকে নিয়ে গর্ববোধ করে না, যার ভারতের কথা বলতে লজ্জা হয়, তার এই যুব সম্মেলনে থাকার কোনও অধিকার নেই, প্রয়োজনও নেই।’ এদিকে মন্ত্রীকে সেই তরুণী কী জবাব দেন, তা ক্যামেরাবন্দি হয়নি।