BJP WB Election Committee: মাথায় সুকান্ত, তারপরই শুভেন্দু, দিলীপ-লকেট ছাড়া আর কারা বিজেপির লোকসভা ভোটের কমিটিতে?

সামনেই লোকসভা ভোট। তার আগে নির্বাচন পরিচালনার জন্য় তৈরি হল কমিটি। তবে এবার বিজেপির সবথেকে বড় চাপ হল কোথাও যাতে গোঁসা করে কেউ অন্তর্ঘাত না করে। সেকারণে এবার যে কমিটি করা হল তাতে সব শিবিরের লোকজনকেই সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে কমিটির একেবারে মাথায় রয়েছেন দলের রাজ্য সভাপতি। সেই সঙ্গে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী সহ একাধিক নেতাকে সমান গুরুত্ব দিয়ে রাখা হয়েছে।

সেই কমিটিতে একেবারে মাথায় রয়েছেন সুকান্ত মজুমদার। তারপরই রয়েছেন শুভেন্দু অধিকারী। এরপর কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর  ও জন বার্লার নাম রয়েছে। সকলেই কেন্দ্রীয় মন্ত্রী। তবে সেই সঙ্গেই দিলীপ ঘোষ ও রাহুল সিনহার নামও এই কমিটিতে রয়েছে। সব মিলিয়ে সব দিক বজায় রাখা হয়েছে। তবে এখানেই শেষ নয়। এই কমিটিতে রাজ্যের আরও পাঁচ সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো, লকেট চট্টোপাধ্য়ায়, অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন ও জগন্নাথ চট্টোপাধ্য়ায় রয়েছেন। এছাড়াও অমিতাভ চক্রবর্তী ও সতীশ ধন্দও রয়েছেন কমিটিতে। মহিলা মোর্চার প্রতিনিধি হিসাবে  রাজ্য সভানেত্রী ফাল্গুনি পাত্র রয়েছেন। 

এছাড়াও  মঙ্গল পান্ডে, অমিত মালব্য ও আশা লাকড়া পর্যবেক্ষক হিসাবে রয়েছেন।  বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনিল বনসলও রয়েছেন। 

তবে কমিটিতে বিরাট চমক রয়েছে এমনটা নয়। একেবারে সাদামাটা কমিটি। কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত যেন দেখা হয়েছে কমিটিকে কেন্দ্র করে কোথাও ঝগড়া না বেঁধে যায়। অত্যন্ত সচেতন ভাবে কমিটি তৈরি করা হয়েছে। এতে অন্তত এটা স্পষ্ট যে কমিটি তৈরি করতে গিয়ে ঘরের ঝগড়াকে বাইরে টেনে এনে শাসকের সুবিধা করে দেবে এই রাস্তায় হাঁটতে চায়নি গেরুয়া শিবির। তবে মূল রাশ থাকছে রাজ্য নেতাদের হাতে। সেই সঙ্গে পর্যবেক্ষকরা সব বিষয়গুলির উপর নজর রাখবেন।

এবার বিজেপির কার্যত অগ্নিপরীক্ষা। কারণ একে তো আসনগুলিকে ধরে রাখতে হবে। এটা বিজেপির কাছে মর্যাদার লড়াই। তার উপর একাধিক আসনে দলের অন্দরে ক্ষোভ রয়েছে। সব আসন ধরে রাখার সঙ্গেই ৩৫টি আসনকে নিশ্চিত করা সেটা একটা বিরাট ব্যাপার। ৪২টির মধ্যে শেষ পর্যন্ত কতগুলি আসন পায় বিজেপি, অমিত শাহের বেঁধে দেওয়া টার্গেট আদৌ রক্ষা হয় কি না সেটাও দেখার। সব মিলিয়ে কমিটি শেষ পর্যন্ত কতটা সফল হয় সেদিকেও নজর বঙ্গবাসীর।