Dev Resigns: দেব ইস্তফা দিতেই ময়দানে BJP, সকাল সকাল পোস্টার সাঁটলেন বিধায়ক শীতল কপাট

জেলার একাধিক প্রশাসনিক পদ থেকে দেবের ইস্তফার পরই তাঁর বিরুদ্ধে দাঁত – নখ বার করে ঝাঁপাল বিজেপি। লোকসভা ভোটের আগে দেবের ইস্তফাকে কাজে লাগিয়ে ঘাটালে নিজেদের শক্তি বাড়াতে তৎপর হলেন স্থানীয় বিধায়ক শীতল কপাট। দেবের ইস্তফাকে কটাক্ষ করে রবিবার সকালে ঘাটাল শহরে পোস্টার সাঁটতে দেখা যায় তাঁকে। একই সঙ্গে দেবকে দুর্নীতিগ্রস্ত বলে দাবি করে তাঁর শাস্তি পেয়েছেন।

এদিন সকালে ঘাটাল শহরের প্রাণকেন্দ্রে সাংসদ দীপক অধিকারী দেবকে আক্রমণ করে পোস্টার সাঁটাতে দেখা যায় বিজেপি বিধায়ক শীতল কপাটকে। গত লোকসভা নির্বাচনে দেবকে ঘাটাল থেকে প্রার্থী করে চমকে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর চাল সঠিক প্রমাণ করে বিপুল ভোটে জেতেন দেব। শনিবার হঠাৎই সাংসদের পদমর্যাদায় পাওয়া তিনটি প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেন তিনি। বীরসিংহ উন্নয়ন পরিষদ, ঘাটাল হাসপাতালের রোগীকল্যাণ সমিতি ও ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পরিচালন সমিতি থেকে ইস্তফা দেন তিনি। তাঁর ইস্তফা নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি দেব। তবে ঘনিষ্ঠমহল সূত্রে খবর, আর ভোটে লড়তে চান না তিনি। বরং অভিনয়ে মন দিতে চান।

এদিন দেবকে আক্রমণ করে শীতলবাবু বলেন, ‘ঘাটালের সাংসদ দুর্নীতিগ্রস্ত। কখনও গরু চুরি, কখনও আবাস যোজনার কাটমানি নিয়েছেন তিনি। এই সাংসদ বুঝতে পেরেছেন বিজেপি ক্ষমতায় এলে দুর্নীতিগ্রস্তদের কোনও ক্ষমা হবে না। সেজন্য আগে থেকে তিনি একটার পর একটা সরকারি পদ থেকে ইস্তফা দিচ্ছেন ও ভালো সাজার চেষ্টা করছে, দুর্নীতিকে ঢেকে রাখার চেষ্টা করছে। সেজন্য আমরা পথে নেমেছি। দেওয়ালে দেওয়ালে পোস্টার সাঁটব। সারা লোকসভাজুড়ে আন্দোলন করব। মানুষের আশীর্বাদ নিয়ে তিনি সাংসদ হয়েছিলেন। কিন্তু মানুষের কাজ করে না। এই পদগুলোকে ধরে রেখে শুধুমাত্র দুর্নীতি করেছে। তিনি একজন অপদার্থ সাংসদ। এই অপদার্থ সাংসদের আমরা শাস্তি চাই’।

ওদিকে এদিন দেবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘সবে তো সকাল। এখনও দুপুর হয়নি। দেখুন আগামীতে কী হয়। ও সাংসদ পদেও ইস্তফা দেবে।