Madhyamik exam 2024: মাধ্যমিক পরীক্ষায় বাধা দিচ্ছে বাবা, মায়ের সঙ্গে থানায় গিয়ে অভিযোগ ছাত্রীর

মাধ্যমিক শুধু মাত্র একজন পড়ুয়ার জীবনের বড় পরীক্ষা নয়, এই পরীক্ষা ঘিরে অভিভাবকদেরও অনেক প্রত্যাশা থাকে। কিন্তু সেই অভিভাবকের বিরুদ্ধেই সন্তানকে মাধ্যমিক পরীক্ষায় বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি মুর্শিদাবাদের ইমামনগরের। অভিযোগ, মাধ্যমিক পরীক্ষার্থী তাহরীমা খাতুনকে মাধ্যমিক পরীক্ষায় বসতে বাধা দিচ্ছে তার বাবা। এই নিয়ে গত কয়েকদিন ধরে ছাত্রীর বাড়িতে ব্যাপক অশান্তি চলছে। এমনকী তাকে মারধর করা হচ্ছে বলেও অভিযোগ। শেষ পর্যন্ত বাবার বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ জানাল ওই ছাত্রী।

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার শুরুতেই ২৪৬ জন ছাত্রী অনুপস্থিত, তদন্তে নামল মধ্যশিক্ষা পর্ষদ

জানা গিয়েছে, তাহরীমা ইমামনগর হাইস্কুলের ছাত্রী। তার মাধ্যমিকের পরীক্ষার সিট পড়েছিল ফরাক্কার অর্জুনপুর হাইস্কুলে। তবে মাধ্যমিক পরীক্ষা শুরুর পর থেকে তাদের পরিবারে অশান্তি শুরু হয়। ছাত্রীর মায়ের অভিযোগ, তার স্বামী রফিকুল শেখ মেয়েকে মাধ্যমিক পরীক্ষা দিতে দিচ্ছেন না। এমনকী তাকে মারধর করা হয়েছে। বাধা দিতে গিয়ে তিনি নিজেও আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন। এদিকে, এই অভিযোগ পাওয়ার পরে তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেন ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী। তিনি নিজেই ছাত্রীকে মাধ্যমিক পরীক্ষা দিতে নিয়ে যান। এরপর স্কুলে ছাত্রীকে পরীক্ষায় বসিয়ে দেন। রফিকুলের বিরুদ্ধে অভিযোগ, মেয়ে যাতে মাধ্যমিক পরীক্ষা দিতে না পারে তার জন্য তিনি মেয়ের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লুকিয়ে রেখেছিলেন। কিন্তু কোনওভাবে অ্যাডমিট কার্ড পেয়ে প্রথম পরীক্ষা দিয়েছিল তাহরীমা। তবে প্রথম পরীক্ষা দেওয়ার পরেই অশান্তি বাড়ে।

শুক্রবার রাতে তাহরীমাকে তার বাবা মারধর করে বলে অভিযোগ। তার মা আটকাতে গেলে তাকেও মারধর করা হয়। এরফলে ছাত্রীটি অসুস্থ হয়ে পড়ে। পরে শনিবার সকালে মায়ের সঙ্গে সোজা ফরাক্কা থানায় গিয়ে বাবার বিরুদ্ধে অভিযোগ জানায় ওই ছাত্রী। তাহরীমার মা বলেন, ‘শুক্রবার রাতে আমাকে এবং আমার মেয়েকে মারধর করেছে। ও চাইছে না মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিক। আমাদের কষ্টের সংসার। খুব টানাটানি করে সংসার চলে। পরীক্ষায় বাধা দেওয়ায় আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি।’ এই ঘটনায় অভিযুক্ত বাবার সঙ্গে কথা বলছে পুলিশ।