Suvendu Adhikari on budget session: বাজেট অধিবেশনের রণকৌশল কী? ঠিক করতে মঙ্গলবার বৈঠক করবেন শুভেন্দু

বিধানসভায় হই হই হট্টোগোল করার জেরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করেছিলেন স্পিকার। বাজেট অধিবেশ শুরুর আগে সেই সাসপেনশন প্রত্যাহার করেন তিনি।  সোমবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হচ্ছে বাজেট অধিবেশন। বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশ। বাজেট নিয়ে আলোচনায় বিজেপির ভূমিকা কী হবে তা ঠিক আগামী সপ্তাহে শুরুতেই বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। 

বিজেপি পরিষদীয় দল সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার এই বৈঠক হবার কথা রয়েছে। শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমে বলেন, ‘সরকার পক্ষ যে ভাষায় কথা বলবে আমরা সেই ভাষাতেই কথা বলব।’ অর্থাৎ সরকার যদি কোনও অনৈতিক কথা উত্থাপন করে তবে তারাও পাল্টা প্রতিবাদ জানাবেন। সেই সময় তিনি বলেন. ‘আগামী মঙ্গলবার রণনীতি ঠিক করতে আমরা আলোচনায় বসছি।’

পড়ুন। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে মাঠে নামবে BJP, ১২ ফেব্রু উত্তাল হতে পারে রাজ্য

প্রসঙ্গত, এর আগের বিভিন্ন ইস্যুতে বিজেপির প্রতিবাদ বিক্ষোভে উত্তাল হয় বিধানসভা। স্পিকার বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন। এর প্রতিবাদের রাস্তায় নামে বিজেপি।বাজেট অধিবেশন শুরু আগে সেই সাসপেনশন প্রত্যাহার করে নেন স্পিকার।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখী হয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিরোধীদের জন্যই তো বিধানসভা। কিন্তু বিধানসভায় বিরোধীদের আচারণ সংযত থাকা উচিত।’ গত বিধানসভা অধিবেশনের মতো বিরোধীদের আচারণ হওয়া উচিত নয় বলে তিনি মত প্রকাশ করেন। 

পড়ুন। ‘বিলম্বে বোধদয়…হারবে জেনেই!’ দেবের রাজনীতিতে অনীহা প্রসঙ্গে বললেন হিরণ

সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার অধিবেশন। এবারের অধিবেশনে বাজটে ছাড়াও একাধিক বিল নিয়ে আলোচনা হতে পারে।  যার মধ্যে রয়েছে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন বিলও। তবে বিরোধী দলনেতা আগেই জানিয়ে দিয়েছেন, তাঁরা চান সুষ্ট ভাবে চুলক বিধানসভা। কিন্তু রাজ্য সরকারে অনৈতিক কাজে বিরুদ্ধে সরব হওয়ায় জায়গা তো বিধানসভা। তাই অন্যায়ের প্রতিবাদ তো হবেই। 

প্রসঙ্গত, বর্ধমানে মুখ্যমন্ত্রী কেন্দ্রের বঞ্চনার অভিযোগে রেড রোডে ধর্না অবস্থানে রয়েছেন। সূত্রের খবর, সেখান থেকে বাজেট তৈরিতে নিজের মতামত রাখছেন। মাঝে তিনি ‘এক দেশ এক নির্বাচন’ সংক্রান্ত একটি বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন। তার পর তিনি ফিরে এসে ৫ ফেব্রুয়ারি বাজেট অধিবেশনে যোগ দেবেন বলে জানিয়েছেন। 

পড়ুন: শুভেন্দুর পর মমতা! বাংলার মুখ্যমন্ত্রীর মুখে ‘কুকথা’, ভিডিয়ো পোস্ট সুকান্তর