Virat Kohli could miss India-England 3rd Test: Sources get to know

মুম্বই: ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রথম দুটো টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন। এবার কি তৃতীয় টেস্টেও খেলতে দেখা যাবে না বিরাট কোহলিকে? সূত্র মারফৎ জানা যাচ্ছে যে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা তৃতীয় টেস্টেও হয়ত দেখা মিলবে না কোহলির। এর মধ্য়েই এবি ডিভিলিয়ার্স এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে দ্বিতীয়বার বাবা হতে চলেছেন কোহলি, তাই প্রথম দুটো টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু এবার শোনা যাচ্ছে যে, তৃতীয় টেস্টেও হয়ত দেখা মিলবে না কিং কোহলির। 

উল্লেখ্য, বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল। ডিভিলিয়ার্সের কথায় বিষয়টি কার্যত পরিষ্কার হয়েছে। বোর্ড সূত্রে খবর, নির্বাচকেরা কোহলির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন। প্রাক্তন অধিনায়ককে জোর করে খেলাতে চাইছে না বিসিসিআই ও টিম ম্য়ানেজমেন্ট। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ডকর্তা জানিয়েছেন, ”পরিবার সবার আগে, তাই বিরাটকে কোনও বিষয় নিয়ে জোর করা হবে না। ও যেদিন থেকে দলে যোগ দিতে চাইবে, সেই সময় ওকে দেওয়া হবে।”

এদিকে, বিরাট যে আবার বাবা হতে চলেছেন, গতকাল সেই জল্পনার অবসান ঘটিয়েছেন প্রাক্তন প্রোটিয়া তারকা ও বিরাটের একসময়ের আরসিবি দলের সতীর্থ এবি ডিভিলিয়ার্স। ম্যাচ থেকে আপাতত বিরতি নিয়ে পরিবারকে প্রাধান্য দেওয়ার কোহলির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন এ বি ডিভিলিয়ার্স। বন্ধুর প্রশংসায় পঞ্চমুখ তিনি। তাঁর কথায়, জীবনের এই গুরুত্বপূর্ণ সময় প্রিয় মানুষের সঙ্গে থাকার জন্য কর্মবিরতির নেওয়ার ফলে তাঁর সমালোচনা করা একেবারেই উচিত নয়। শনিবার তাঁর ইউটিউব চ্যানেলে ডিভিলিয়ার্স এক অনুরাগীর প্রশ্নের উত্তরে বলেন, ”আমি জানি যে ও ভালই আছে। ও আপাতত ওর পরিবারের সঙ্গে খানিক সময় কাটাচ্ছে, সেই কারণে প্রথম দুটো টেস্ট ম্যাচে থাকতে পারছে না। আমি আর কিছু নিশ্চিত করছি না। ওর ফেরৎ আসার অপেক্ষায় আছি। ও ভাল আছে।”

তিনি আরও বলেন, ‘হ্যাঁ, ওঁর দ্বিতীয় সন্তান আসতে চলেছে। হ্যাঁ, এটা পরিবারের সঙ্গে থাকার সময় এবং এই সমস্ত জিনিস ওঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই প্রাধান্য তাঁর পরিবার। তার জন্য বিরাটের সমালোচনা করা যায় না। হ্যাঁ, ওকে আমরা মিস করি। তবে ও একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।’

আরও দেখুন