‘ক্রিপটিক ফেইট’র অ্যালবাম যেন মুক্তিযুদ্ধের ঝটিকা সফর

পাক্কা দেড় যুগের অপেক্ষা। সেই অপেক্ষার তীব্রতা শ্রোতা থেকে শুরু করে ব্যান্ড মহলের তারকাদের মধ্যেও দেখা গেছে। অবশেষে অবসান। প্রকাশ্যে এলো ব্যান্ড ‘ক্রিপটিক ফেইট’র নতুন কিংবা চতুর্থ অ্যালবাম। যেটার নাম ‘নয় মাস’।

নাম শুনে হয়তো কিঞ্চিৎ আঁচ করা যায়, এর সঙ্গে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের কোনও সংযোগ রয়েছে। হ্যাঁ, সেই অনুমান তো সত্য বটে। বরং পেছনের গল্প আরও বেশি চমকপ্রদ এবং আশা জাগানিয়া। এই অ্যালবামের পুরো কনসেপ্ট সাজানো হয়েছে মুক্তিযুদ্ধকে ঘিরে। সেই কনসেপ্ট এবং আনুষঙ্গিক বিষয়ে বাংলা ট্রিবিউনকে জানালেন ব্যান্ডটির প্রতিষ্ঠাতা ও ভোকাল শাকিব চৌধুরী।

তিনি জানান, স্বাধীনতা যুদ্ধের নয় মাসের বিষয়টি মাথায় রেখে এই অ্যালবামে নয়টি গান রেখেছেন তারা। যেগুলোর শুরু থেকে শেষ পর্যন্ত দেশাত্মবোধ আর গৌরবময় আবেগের একটি সফরের মতো। শাকিব চৌধুরী বলেন, “এই অ্যালবামের প্রথম গানের শিরোনাম ‘ভোরের অপেক্ষা’। অর্থাৎ স্বাধীনতার একটা স্বপ্ন নিয়ে আমাদের যুদ্ধটা শুরু হয়েছিল। এরপর বিভিন্ন ধাপ পেরিয়ে আমরা বিজয়ের দেখা পেয়েছি। তাই শেষ গানটির নাম ‘রাতের শেষ’; অর্থাৎ ২৫ মার্চের কালরাতে যে অন্ধকার রাতের শুরু হয়েছিল, তা ১৬ ডিসেম্বরে এসে বিজয়ের মাধ্যমে শেষ হয়েছে। এর মাঝে বাংলার বীর সন্তানেরা ঘর ছেড়ে যুদ্ধে যাওয়ার যে মুহূর্ত, ভারতে গিয়ে প্রশিক্ষণ নেওয়া, প্রাণপণ লড়াইয়ে নামা, বিদেশি বন্ধুদের সহযোগিতা, বুদ্ধিজীবীদের হত্যা; এসব বিষয় ভিন্ন ভিন্ন গানে ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করেছি।”

ঠিক কোন ভাবনা থেকে এমন আঙ্গিকে অ্যালবাম সাজিয়েছেন? এমন প্রশ্নের বিপরীতে শাকিব চৌধুরী জবাব দিলেন এভাবে, “আমি মুক্তিযোদ্ধার সন্তান। ফলে ছোটবেলা থেকেই দেশ, মুক্তিযুদ্ধ এসবের সঙ্গে আত্মিক যোগাযোগ এমনিতেই হয়ে গেছে। তো ইচ্ছা ছিল এরকম কিছু করার। কিন্তু সময়, সুযোগ, ম্যাচুরিটি ইত্যাদি বিবেচনায় লম্বা সময় লেগে গেলো। অবশেষে ‘নয় মাস’ অ্যালবামটি করলাম। জানি না ঠিক কতটুকু করতে পেরেছি, তবে মন থেকে চেষ্টাটুকু ছিল আমাদের।”

এর আগে ‘ক্রিপটিক ফেইট’র তৃতীয় অ্যালবাম প্রকাশ হয়েছিল ২০০৬ সালে, যেটার নাম ‘দানব’। দেড় যুগের বিরতি নেওয়ার প্রসঙ্গটি তুলতেই এই জনপ্রিয় ব্যান্ড তারকা বললেন, ‘আমরা তো আসলে চাকরি করি। তো সেই চাকরি সামলে গান করা, নিয়মিত কনসার্ট করা, বোঝেনই তো কতটা কঠিন। এই যে এখনও অফিস থেকেই আপনার সঙ্গে কথা বলছি!’

‘নয় মাস’ অ্যালবামের গানগুলোর শিরোনাম যথাক্রমে- ‘ভোরের অপেক্ষা’, ‘কালবৈশাখী’, ‘বিদায়ের গান’, ‘মহড়া’, ‘আক্রমণ’, ‘বিচ্ছু’, ‘মিত্র’, ‘বুদ্ধিহত্যা’ ও ‘রাতের শেষ’। ইতোমধ্যে অ্যালবামটি অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই-তে এসেছে। ইউটিউবে গানগুলো একটি একটি করে লিরিক্যাল ভিডিও হিসেবে উন্মুক্ত করা হবে।

শাকিব চৌধুরী অ্যালবামটির সব গানের কথা লিখেছেন শাকিব চৌধুরী। সুর-সংগীত করেছেন ব্যান্ডের সদস্যরা একত্রে। এই অ্যালবামের পুরোটা জুড়ে কাজ করেছিলেন রাফা-ও। তবে গেলো বছরের অক্টোবরে ব্যান্ডটি থেকে সরে আসেন তিনি।

উল্লেখ্য, নব্বই দশকের শুরুর দিকেই ‘ক্রিপটিক ফেইট’ গঠিত হয়। তবে তাদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয় ১৯৯৪ সালে, ‘এন্ডস আর ফরএভার’ অ্যালবামের মাধ্যমে। এরপর তাদের আরও দুটি অ্যালবাম আসে যথাক্রমে ‘শ্রেষ্ঠ’ (২০০১) ও ‘দানব’ (২০০৬)।

অ্যালবামের প্রথম গান: