Dog nose length may predict the lifespan of your pet

কলকাতা: পোষ্যের সঙ্গে সময় কাটাতে অনেকেই ভালবাসেন। তার সঙ্গে খেলা করতে করতেও সময়ও কেটে যায় অনেকের। স্বাভাবিক ভাবেই পোষ্যের সঙ্গে অনেকগুলি দিন কাটাতে সবাই চান। কিন্তু তার আয়ু বোঝার উপায় কী ? এতদিন কোন জাতের পোষ্য কতদিন বাঁচে, তাই দিয়েই একটি হিসেব করা হত। কিন্তু সম্প্রতি এক গবেষণা হদিশ দিল অন্য তত্ত্বের। গবেষণাটি জানিয়েছে, কুকুরের নাকই বলে দেবে কুকুরের আয়ু। সায়েন্টিফিক রিপোর্টস জার্নালে এই গবেষণাটি প্রকাশিত হয়।

কীভাবে জানা গেল ?

ব্রিটেনে এই পরীক্ষা করা হয়। মোট ৫,৮৫০০০ কুকুর নিয়ে এই গবেষণা করা হয়েছিল। তাতেই দেখা গিয়েছে, আয়ুর তফাত। বিজ্ঞানীদের কথায়, মূলত নাকের দৈর্ঘ্যের উপর নির্ভর করছে কুকুরের আয়ু। এছাড়াও, নাকের আকার ও কুকুরের লিঙ্গও আয়ুর দিক থেকে গুরুত্বপূর্ণ। গবেষণার পর দেখা গিয়েছে,মাঝারি অনুপাতের ও লম্বাটে মুখের কুকুরগুলির জীবনের আয়ু কমবেশি ১৪ বছর। এর মধ্যে রয়েছে কিছু নির্দিষ্ট জাতের চারপেয়ে পোষ্য। সেগুলি হল মিনিয়েচার ড্যাচশুন্ড, প্যাপিলন, শিবা ইনুস। অন্যদিকে যাতের মুখ কিছুটা চ্য়াপটা ধরনের, তাদের জীবনের আয়ু কিছুটা কম। এই তালিকায় রয়েছে ম্যাস্টিফ, ফ্রেঞ্চ বুল ডগ, ইংলিশ বুল ডগ। এদের জীবনের আয়ু ৯ বছরের আশেপাশে।

সংকর প্রজাতির কুকুরের থেকে এগিয়ে বিশুদ্ধ প্রজাতি

কুকুরের ব্রিডও এই ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে বলে জানা গিয়েছে। গবেষণায় দেখা গিয়েছে, ক্রসব্রিড কুকুরদের জীবনের আয়ু কিছুটা কম। বিশুদ্ধ প্রজাতির কুকুরেরা আট মাস বেশি বাঁচে। সাধারণত সংকর প্রজাতির প্রাণীদের বেশিদিন বাঁচা নিয়ে একটি ধারণা প্রচলিত রয়েছে। বলা হয়, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা বেশি হয়। প্রকৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতাও নাকি বেশি। তবে কুকুরের ক্ষেত্রে তা দেখা গেল উলটো। ছয় লাখ কুকুর নিয়ে ব্রিটেনের গবেষণা তেমনটাই বলছে।

খাটো না লম্বা, ছোট না বড়

শুধু নাকের দৈর্ঘ্যতে থেমে নেই কুকুরের আয়ু। তার শরীরের আকারও নাকি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংবাদমাধ্যমকে গবেষকরা জানান, প্রতি জাতের কুকুরের উচ্চতা আলাদা হয়। সেই উচ্চতা জীবনের সময়ও ঠিক করে দেয়। পাশাপাশি কিছু জাতের কুকুর আকারে ছোট হয়। আবার কিছু কুকুর আকারে বড়। দেখা গিয়েছে, ছোট কুকুর বড়দের তুলনায় বেশি দিন বাঁচে। অন্যদিকে মহিলা কুকুর পুরুষদের তুলনায় বেশিদিন বেঁচে থাকে।

আরও পড়ুন – Facebook 20th birthday: বিশে পা ফেসবুকের, প্রিয় প্ল্যাটফর্ম নিয়ে এই মজার গল্পগুলি জানেন ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও দেখুন