Mamata Offensive Language Row: মোদীকে ‘বা*’ বলেছেন মমতা? CM-এর পোস্টারে ঢালল মধু রাহুলকে ‘গা*’ বলা শুভেন্দুর দল

প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করতে গিয়ে ‘অপশব্দ’ ব্যবহার করেছিলেন বলে অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এই আবহে এবার মমতার ‘মুখের ভাষা’ মধুর করতে তাঁর পোস্টারকে মধু খাওয়ালেন বিজেপি কর্মীরা। রবিবার কলকাতায় কলেজ স্কোয়ার চত্বরে ইন্দ্রনীল খাঁয়ের নেতৃত্বে বিজেপির যুব মোর্চার মিছিলে এই ঘটনা ঘটে। সেই মিছিলে মমতার ‘ভাষা জ্ঞানকে’ সমৃদ্ধ করার বার্তা দিতে বিজেপি কর্মীদের হাতে ছিল ‘বর্ণপরিচয়’। এদিকে এই ঘটনা নিয়ে বিজেপিকে পালটা তোপ দেগে ‘আত্মসমীক্ষণ’ করতে বলেছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের অভিযোগ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সবসময়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কু-কথা বলে থাকেন। এমনকী সম্প্রতি রাহুল গান্ধীকে নিয়ে বলতে গিয়ে শুভেন্দু অশ্লীল একটি শব্দ প্রয়োগ করেছিলেন। (আরও পড়ুন: ১.৯৪ লক্ষ কোটির ‘হিসেব’ নেই, সিএজি রিপোর্টে মমতা সরকারের বিরুদ্ধে বিস্ফোরক দাবি)

আরও পড়ুন: ‘শ্রী’-‘সাথীদের’ চক্করে হতশ্রী দশা রাজকোষের, বাজেটের বাইরে গিয়ে ঋণ বাংলার: CAG

প্রসঙ্গত, বকেয়ার দাবিতে মমতা ধরনায় বসেছিলেন। সেই ধরনামঞ্চ থেকেই নাকি মমতা প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশে কু-কথা প্রয়োগ করেছিলেন। আবাস যোজনা নিয়ে কথা বলার সময় সেই শব্দটি প্রয়োগ করেন মমতা। সেই এক মুহূর্তের ভিডিয়ো পোস্ট করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে ‘লুপে’ মমতার মুখে সেই কু-কথা শোনা যাচ্ছে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করতে পারেনি হিন্দুস্তান টাইমস বাংলা।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অন্তর্বর্তীকালীন বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন, শহুরে মধ্যবিত্তদের ২ কোটি পাকা বাড়ি বানিয়ে দিতে প্রকল্প আনবে কেন্দ্রীয় সরকার। এর আগে গতবছর ১৫ অগস্টে স্বাধীনতা দিবসের ভাষণ দেওয়ার সময় লালকেল্লা থেকে এই একই প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুকান্ত মজুমদারের পোস্ট করা ভিডিয়োতে সম্ভবত মমতা সেই ঘোষণা নিয়েই কথা বলছিলেন। সেই সময় কেন্দ্রীয় সকারকে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সুকান্তর পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, কেন্দ্র এবং প্রধানমন্ত্রীকে আক্রমণ শানাতে গিয়ে ‘বাজে শব্দ’ বলে ফেলেন মমতা। সুকান্তর শেয়ার করা ১২ সেকেন্ডের ভিডিয়োতে মমতার সেই ‘কু-কথা’ ক্ষণের মুহূর্তটিকেই লুপে দেখানো হয় বেশ কয়েকবার।

এদিকে মমতার সেই ভিডিয়োর ক্যাপশনে সুকান্ত মজুমরাদর লেখেন, ‘অসম্মানজনক! পশ্চিমবঙ্গের অকথ্য এবং নোংরা বুলির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নারী হয়ে সমবেদনার কার্ড খেলতে পারদর্শী। কিন্তু সেই তিনিই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গালিগালাজ করেছেন। তিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যৌনতাবাদী ভাষা প্রয়োগ করেছেন। শুধুমাত্র তিনি একজন নারী বলেই কি তাঁকে ছাড় দেওয়া হবে? বাংলার নেতৃত্বে আরও ভালো কোনও মানুষের থাকা উচিত।’

এর আগে সম্প্রতি নন্দীগ্রামে সাংবিকদের সামনে রাহুল গান্ধীকে নিয়ে অপশব্দ ব্যবহার করেছিলেন শুভেন্দু। যা নিয়ে নন্দীগ্রামের বিধায়কের সমালোচনায় সরব হয়েছিল কংগ্রেস থেতে তৃণমূল। শুভেন্দুর বিরুদ্ধে রাজ্যের একাধিক থানায় অভিযোগও দায়ের হয়েছিল এই ঘঠনায়। শুভেন্দুকে ঘিরে সেই বিতর্কের জল এখনও গড়াচ্ছে। তারই মধ্যে এবার মমতার ভিডিয়ো প্রকাশ করে পালটা অপশব্দ প্রয়োগ নিয়ে মমতাকে তোপ দাগল গেরুয়া শিবির।