Narendrapur News: মার খেয়েছিলেন শিক্ষকরা, নরেন্দ্রপুর এবার কলকাতা পুলিশের আওতায়

গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে উঠে এসেছিল নরেন্দ্রপুর। স্কুলে ঢুকে শিক্ষকদের মারধরের ঘটনায় নাম জড়িয়েছিল তৃণমূলের একাধিক নেতা কর্মীদের। সেই সময় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। এমনকী নরেন্দ্রপুরে সম্প্রতি এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করেও পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছিল। তবে সেই নরেন্দ্রপুর থানা এলাকার একাংশকে কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসা হচ্ছে বলে খবর। মন্ত্রিসভার সিদ্ধান্তে এই নয়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। নরেন্দ্রপুর থানাকে ভেঙে তিনটি করা হচ্ছে। খেয়াদহ ১ ও ২ আর আটঘড়াকে কলকাতা পুলিশের আওতায় আনা হচ্ছে। 

এবার প্রশ্ন যে এলাকায় নরেন্দ্রপুর স্কুল রয়েছে সেটা কি কলকাতা পুলিশের আওতায় আসছে? সূত্রের খবর, সেই জায়গাটি কলকাতা পুলিশের আওতায় এখনই আসছে না। এদিকে গোটা এলাকা কলকাতা পুলিশের আওতায় আসার জেরে আইন শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ আরও সুষ্ঠুভাবে হবে বলেই মনে করছেন স্থানীয়দের একাংশ।

তবে কলকাতা সংলগ্ন নরেন্দ্রপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা বলেই পরিচিত। সেই জায়গার একাংশ এবার এল কলকাতা পুলিশের আওতায়। তবে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় কতটা উন্নতি হবে সেটা বলবে সময়। তাছাড়া রাতারাতি সব কিছু বদলে যে যাবে না এমনটাও মনে করছেন স্থানীয়রাদের একাংশ।

এদিকে একাধিক ঘটনার জেরে বার বার সংবাদ শিরোনামে আসছিল নরেন্দ্রপুর। সম্প্রতি এক পড়ুয়ার দেহ উদ্ধারকে ঘিরেও চাঞ্চল্য ছড়িয়েছিল।  গত চার দিন ধরে নিখোঁজ ছিল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। রবিবার তার দেহ উদ্ধার দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের একটি পুকুর থেকে। পুলিশ দেহ উদ্ধার করতে এলে স্থানীয় বাসিন্দারা তাদের ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখায়। পুলিশের সঙ্গে বাসিন্দাদের ধ্বস্তাধ্বস্তি হয় বলে অভিযোগ। পুলিশকে মারধরের অভিযোগ ওঠে বাসিন্দাদের বিরুদ্ধে।

অন্যদিকে নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে স্কুলের স্টাফ রুমে ঢুকে শিক্ষক ও শিক্ষিকাদের মারধর করা হয়েছিল বলে অভিযোগ। সেই সংক্রান্ত ভিডিয়ো ছড়িয়ে পড়ে। এই ঘটনার জেরে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়ায়। তবে মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে এফআইআরে নাম থাকা অভিযুক্তদের গ্রেফতার করতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। অবশেষে মাধ্যমিক শুরুর ঘণ্টাখানেক আগে ৪ জনকে গ্রেফতার করেছিল নরেন্দ্রপুর থানার পুলিশ। 

তবে এবার সেই নরেন্দ্রপুর থানার একাংশকে কলকাতা পুলিশের আওতায় আনা হচ্ছে।