Shubman Gill Claims There Was No Added Pressure Despite String Of Low Scores After Century In IND Vs ENG 2nd Test

বিশাখাপত্তনম: বিগত বেশ কয়েক ইনিংস ধরে রান পাচ্ছিলেন না। লাল বলের ক্রিকেটে জাতীয় দলে তাঁর জায়গা নিয়েও প্রশ্নচিহ্ন উঠছিল। তবে তিনি ফর্মে ফিরলেন এবং ফিরলেন একেবারে অনবদ্য শতরান হাঁকিয়ে। বিশাখাপত্তনমে ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টে (IND vs ENG 2nd Test) দুরন্ত ১০৪ রানের ইনিংস খেলেন শুভমন গিল (Shubman Gill)। টানা ১২ টেস্ট ইনিংসে বড় রান করতে ব্যর্থ হওয়ার পর অবশেষে শতরান হাঁকিয়ে স্বাভাবিকভাবেই বেশ সন্তুষ্ট ভারতের তরুণ ব্যাটার। উপরন্তু, ওপেনিংয়ের বদলে তিনে ব্যাট করে রান পাওয়াটা তাঁর কাছে বাড়তি আনন্দের।

তৃতীয় দিনের খেলা শেষে সাংবাদিক সম্মেলনে গিল বলেন, ‘তিনে নম্বরে ব্যাট করে আমার রান পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং সন্তোষজনক। যে পরিস্থিতিতে রান এসেছে, সেটা আরও সন্তোষজনক। আমরা অল্প রানের ব্যবধানে যশস্বী এবং রোহিত ভাইকে হারাই। ওরা ওপেনিংয়ে দলের হয়ে ধারাবাহিকভাবে রান করছিল। আমদের যত সম্ভব রান করা এবং বড় লিড নেওয়াটা খুবই প্রয়োজনীয় ছিল।’

 

পরপর ব্যর্থতার পর এই ইনিংসে গিল রান না পেলে তাঁর পরের টেস্টে খেলা নিয়ে প্রশ্নচিহ্ন বাড়ত। তাঁর স্পষ্ট কথা, সাফল্য, ব্যর্থতা খেলারই অঙ্গ। ‘আমার মতে এটা (সাফল্য, ব্যর্থতা) খেলারই অঙ্গ। ভাল খেললে সকলের প্রশংসা পাব এবং খারাপ খেললে তুলোধনা হবে, এটাই তো স্বাভাবিক। তবে গুরুত্বপূর্ণ বিষয়টা হল ব্যাট করতে নেমে কী করতে চাই, সেটার পরিকল্পনা করাটা জরুরি। আমি পরিস্থিতি বুঝে সবসময় সেইমতোই খেলি। সেই বুঝেই ব্যাটিংয়ের সময় সুযোগ নিই এবং কম ঝুঁকিপূর্ণ ক্রিকেট খেলি।’ বলেন তরুণ ২৪ বছর বয়সি ভারতীয় ব্যাটার।

গিলের ইনিংসে ভর করেই ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে ২৫৫ রান তুলে ইংল্যান্ডে জয়ের জন্য ৩৯৯ রানের বিশাল টার্গেট দিতে সক্ষম হয়। তৃতীয় দিনশেষে ইংল্যান্ডের স্কোর এক উইকেটের বিনিময়ে ৬৭ রান।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: ”শুধু টার্নিং পিচেই খেলবে কেন ভারত?”, বুমরার দুরন্ত বোলিংয়ের পর কী বললেন সৌরভ?