Shubman Gill Not On The Field In Day 4 Of IND Vs ENG 2nd Test, Here Is Why

বিশাখাপত্তনম: দীর্ঘদিন টেস্টে বড় রান না পাওয়ার পর ইংল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের (IND vs ENG 2nd Test) দ্বিতীয় ইনিংসে অনবদ্য শতরান হাঁকান শুভমন গিল (Shubman Gill)। তবে শতরান হাঁকানোর পরের দিন অর্থাৎ ম্য়াচের চতুর্থ দিনে তাঁকে মাঠে ফিল্ডিং করতে দেখা যায়নি। এই নিয়ে বোর্ডের তরফে এক বিবৃতি দিয়ে গিলের অনুপস্থিতির কারণ ব্যাখা করা হল।

বিসিসিআইয়ের তরফে জানানো হয় ভারতের তরুণ ক্রিকেটারের আঙুলে চোট লেগেছে। বিবৃতিতে বলা হয়, ‘শুভমন গিল ম্যাচের দ্বিতীয় দিন ফিল্ডিং করার সময় ডান হাতের তর্জনীতে চোট পান। সেই কারণেই আজ ওঁ মাঠ নামতে পারবে না।’ গিলের অনুপস্থিতিতে তাঁর বদলে সরফরাজ খান ভারতের হয়ে ফিল্ডিং করছেন।

গিলের চোট ঠিক কতটা গভীর তা নিয়ে বোর্ডের তরফে খুব একটা কিছু বলা হয়নি। তবে তাঁর চোট যে খুব একটা গুরুতর নয়, সেটা আন্দাজ করা যায়। কারণ দ্বিতীয় দিন চোট লাগার পরেও ম্যাচের তৃতীয় দিন তিনি ব্যাটিং করতে নেমেছিলেন। নেমেছিলেন বলা ভুল, তিনি নেমে অনবদ্য ১০৪ রানের ইনিংসও খেলেন। তাই তাঁর চোট খুব গুরুতর নয় বলেই আন্দাজ করা যায়। তরুণ ব্যাটারের যদি বেশি গুরুতর হয়, তাহলে কিন্তু ভারতের বেশ চাপ রয়েছে। কারণ ইতিমধ্যেই এই টেস্টে চোটের কারণে রবীন্দ্র জাডেজা ও কেএল রাহুল খেলতে পারছেন না। নেই মহম্মদ শামি, বিরাট কোহলির মতো তারকারা।

কোহলি তো এর পরের টেস্টেও অংশগ্রহণ করবেন কি না, সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। সূত্র মারফৎ জানা যাচ্ছে যে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা তৃতীয় টেস্টেও হয়ত দেখা মিলবে না কোহলির। এর মধ্য়েই এবি ডিভিলিয়ার্স এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে দ্বিতীয়বার বাবা হতে চলেছেন কোহলি, তাই প্রথম দুটো টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু এবার শোনা যাচ্ছে যে, তৃতীয় টেস্টেও হয়ত দেখা মিলবে না কিং কোহলির। 

উল্লেখ্য, বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল। ডিভিলিয়ার্সের কথায় বিষয়টি কার্যত পরিষ্কার হয়েছে। বোর্ড সূত্রে খবর, নির্বাচকেরা কোহলির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন। প্রাক্তন অধিনায়ককে জোর করে খেলাতে চাইছে না বিসিসিআই ও টিম ম্য়ানেজমেন্ট। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ডকর্তা জানিয়েছেন, ”পরিবার সবার আগে, তাই বিরাটকে কোনও বিষয় নিয়ে জোর করা হবে না। ও যেদিন থেকে দলে যোগ দিতে চাইবে, সেই সময় ওকে দেওয়া হবে।”

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: পরপর ব্যর্থতা সত্ত্বেও বাড়তি চাপ ছিল না, দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েই দাবি গিলের