IND vs ENG R Ashwin achieves historic feat becomes Indias leading wicket taker in Tests against England

বিশাখাপত্তনম: ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট সিরিজে সমতা ফেরাল ভারত (IND vs ENG)। সেই সঙ্গে ইতিহাসে নাম তুলে ফেললেন আর অশ্বিন (R Ashwin)। 

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার এখন তামিলনাড়ুর অফস্পিনারই। তিনি পেরিয়ে গেলেন কিংবদন্তি ভাগবৎ চন্দ্রশেখরকে। ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩ টেস্টে ৯৫ উইকেট ছিল চন্দ্রশেখরের। ৮ বার ইনিংসে ৫টি করে উইকেট নিয়েছেন।এই টেস্টের আগে মাত্র ২টি উইকেট পিছিয়ে ছিলেন অশ্বিন। বিশাখাপত্তনমে চন্দ্রশেখরের নজির পেরিয়ে নতুন মাইলফলক গড়লেন তামিলনাডুর অফস্পিনার।

ইংল্যান্ডের বিরুদ্ধে বিশাখাপত্তনম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট নিলেই দুর্দান্ত এক ব্যক্তিগত নজির গড়তে পারতেন রবিচন্দ্রন অশ্বিন। এমন এক কৃতিত্ব অর্জন করতেন রবিচন্দ্রন, যা এখনও পর্যন্ত একজন মাত্র ভারতীয় ক্রিকেটারের দখলে রয়েছে। এ যাবৎ সার্বিকভাবে বিশ্বের ৮ জন মাত্র ক্রিকেটারের রয়েছে এই বিশেষ কৃতিত্ব। তবে ভাইজ্যাগে মাইলস্টোনের ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে যেতে হয় অশ্বিনকে।

ভারতীয় বোলারদের মধ্যে এখনও পর্যন্ত টেস্টে ৫০০ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে কেবল অনিল কুম্বলের। ১৩২টি টেস্টের বর্ণোজ্জ্বল কেরিয়ারে কুম্বলে সাকুল্যে ৬১৯টি উইকেট সংগ্রহ করেছেন। অশ্বিন কেরিয়ারের ৯৭টি টেস্টে মাঠে নেমে ৪৯৯টি উইকেট সংগ্রহ করেছেন। অর্থাৎ, ৫০০ উইকেটের মাইলস্টোনের ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

ভরতের ব্যাট হাতে পারফরম্যান্সে হতাশ? বিশাখাপত্তনমে ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট সিরিজে সমতা ফেরানোর পরেও ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) দিকে ধেয়ে এল প্রশ্ন। দ্রাবিড় বললেন, ‘হতাশ বললে সেটা খুব কঠিন শব্দ হয়ে যাবে। সত্যি কথা বলতে আমি হতাশ শব্দটা ব্যবহার করতে চাই না। তরুণ ক্রিকেটারদের সময় প্রয়োজন হয় উন্নতি করার জন্য। ওরা নিজেদের মতো করে উন্নতি করে। কোচ হিসাবে নিশ্চয়ই চাইব তরুণরা দলে এলে সুযোগ কাজে লাগাক। দুই টেস্টে ভরতের কিপিং দারুণ হয়েছে। ও হয়তো সহমত হবে যে, ব্যাটিংয়ে আরও ভাল  করতে পারত। কখনও কখনও কঠিন পিচে খেলেছে। তবে কখনও আরও ভাল পারফর্ম করতে পারত। ঘরোয়া ক্রিকেটে ও সেঞ্চুরি করেছে। এই সিরিজের দলে সুযোগ পেয়েছে কারণ তার আগেই ইন্ডিয়া এ-র হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে সেঞ্চুরি করেছে।’

আরও পড়ুন: ইংরেজদের গুঁড়িয়ে দিয়েও দলকে সাবধান করে দিচ্ছেন গুরু দ্রাবিড়

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও দেখুন