Sachin Tendulkar pays tribute to Lata Mangeshkar on her death anniversary get to know

মুম্বই: তাঁরা ভারতরত্ন। দেশের গর্ব তাঁরা। একজন সঙ্গীতশিল্পী ও একজন ক্রিকেটার। একজন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) ও দ্বিতীয়জন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। আজকের দিনে তিন বছর আগে প্রয়াত হয়েছিলেন লতা মঙ্গেশকর। তাঁর মৃত্যুবার্ষিকীতে এবার সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন মাস্টার ব্লাস্টার। এটা কারও অজানা নেই যে লতাকে নিজের মায়ের মত ভালবাসতেন সচিন। লতাও সচিনের ব্যাটিংয়ের ভক্ত ছিলেন। ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছিলেন লতা। নিজের সোশ্যাল মিডিয়ায় সচিন লেখেন, ”লতা দিদি তাঁর বর্ণময় কেরিয়ারে ৩০ হাজারের বেশি গান রেকর্ডিং করেছেন। আমার মনে হয় কোনও মানুষ সারা জীবনে এত গান শোনেও না, যতগুলিতে তিনি তাঁর মধুর কণ্ঠ দিয়েছিলেন। ওঁর কৃতিত্বের কথা বললে শেষ করা যাবে না। আজ হয়ত উনি আমাদের সঙ্গে নেই, কিন্তু উনি আমাদের সব ভারতের হৃদয় ও জীবনের সঙ্গে আজীবন রয়ে যাবেন। লতা দিদি হলেন ভারতের কণ্ঠ। পূন্য তিথিতে ওনাকে স্মরণ করছি।”

 

লতাও সচিনকে নিজের ছেলের মতোই ভালবাসতেন। লতা মঙ্গেশকর নিজের ইনস্টাগ্রামে মাত্র ৬ জনকে ফলো করতেন। সেই তালিকায় মাত্র একজন ক্রিকেটারই রয়েছেন। তিনি হলেন সচিন তেন্ডুলকর। 

জিম্বাবোয়েতে সিরিজ খেলবে ভারত

সাত বছরের ব্যবধান। ২০১৬ সালের পর ফের একবার জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ়ে (IND vs ZIM T20I) মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ সমাপ্ত হওয়ার পরেই জুলাই মাসে জিম্বাবোয়েতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলতে যাবে ভারতীয় দল। ৬ থেকে ১৪ জুলাই এই সিরিজ় আয়োজিত হবে।  

এ বছরেই যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে। ১ জুন থেকে শুরু হয় ২৯ জুন পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। ঠিক তারপরেই দ্বিপাক্ষিক সিরিজ়ে মুখোমুখি হবে ভারত ও জিম্বাবোয়ে। জিম্বাবোয়ে ক্রিকেটের তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয় এই সিরিজ়ের মাধ্যমে দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং ক্রিকেটীয় বন্ধন আরও উন্নত করবে। 

আরও দেখুন